হিরোশিমার ৭৫ বছর

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিমলগ্নে মার্কিন বাহিনী জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল। ওই বোমার বিস্ফোরণে প্রাণ হারায় প্রায় দেড় লাখ মানুষ। সেই ভয়াবহ হামলায় হতাহতদের স্মরণে বৃহস্পতিবার পালিত হলো ৭৫তম হিরোশিমা দিবস। এবারের হিরোশিমা দিবস পালনে সাড়ে ১১ হাজারের বেশি মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল হিরোশিমা শান্তি স্মৃতিসৌধ পিচ মেমোরিয়াল পার্কে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়েছে। ওই হিসাবের মাত্র এক শতাংশ লোক এই গাম্ভীর্যপূর্ণ উদযাপনে অংশ নিতে পেরেছেন। অনুষ্ঠানে ওই বোমা হামলায় বেঁচে যাওয়া ও তাদের পরিবারের সদস্যরা এসেছিলেন। সেই বোমা হামলায় নিহতদের স্মরণে পাশ দিয়ে বয়ে যাওয়া মটোয়াসু নদীতে ভাসিয়ে দেওয়া কাগজের ফানুস দেখছে এক শিশু -এপি অনলাইন