সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
'যুক্তরাষ্ট্র ও চীনের কাজ করা উচিত একসঙ্গে' যাযাদি ডেস্ক 'বিশ্বায়নের এই যুগে শীতল যুদ্ধে না জড়িয়ে আমাদের দুই দেশেরই একসঙ্গে কাজ করা দরকার। জনসংখ্যা ও অর্থনীতির শক্তির বিচারে চীন এবং যুক্তরাষ্ট্র বিশাল দেশ, আমি মনে করি কোভিড-১৯ মোকাবিলায় এই দুই দেশকে একসঙ্গে কাজ করা উচিত। বৈরিতা থেকে সরে সুসম্পর্ক নিয়ে এগিয়ে আসতে এবং বিশ্বের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, তা পালন করতে হবে।' বুধবার চীনের সংবাদমাধ্যম 'সিনহুয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, বর্তমান চীন আগের সোভিয়েত ইউনিয়ন নয় এবং আরেকটি যুক্তরাষ্ট্র হওয়ার ইচ্ছাও তাদের নেই। চীন কোনো 'ধারণা' রপ্তানি করে না। আবার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়েও নাক গলায় না বলেও উলেস্নখ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওয়াং ই বলেন, স্নায়ুযুদ্ধের মানসিকতার কারণেই চীনের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এই মানসিকতা দুই দেশের বিগত দিনের যৌথ অর্জনকে প্রশ্নের মুখেও ফেলেছে। একে 'রাজনৈতিক ভাইরাস' হিসেবে আখ্যায়িত করেন ওয়াং। সংবাদসূত্র :রয়টার্স পাকিস্তানে সমাবেশে গ্রেনেড হামলা যাযাদি ডেস্ক ভারত-শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের এক বছর পূর্তির দিন বুধবার পাকিস্তানের করাচিতে আয়োজিত একটি সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের দ্রম্নত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী সিন্ধুদেশ রেভু্যলিউশনারি আর্মি (এসআরএ) হামলার দায় স্বীকার করেছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তির দিন বুধবার পাকিস্তানজুড়ে আরও সমাবেশ হয়েছে। তার মধ্যেই করাচির সমাবেশে হামলা হয়। ২০১৯ সালের ৫ অগাস্টে ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নিয়ে অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছিল। পাকিস্তানের করাচিতে বুধবারের সমাবেশ আয়োজন করেছিল জামাত-ই-ইসলামি। গ্রেনেড হামলার পর সমাবেশটি বাতিল করা হয়। সংবাদসূত্র :রয়টার্স আমিরাতের বাজারে ভয়াবহ আগুন যাযাদি ডেস্ক লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের রেশ না কাটতেই এবার আগুনে পুড়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের একটি বাজার। বুধবার সন্ধ্যায় আজমানের একটি ফল ও সবজির বাজারে এ অগ্নিকান্ড ঘটে। আগুনে কেউ হতাহত হয়নি। আজমানের একটি শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে। পাশের একটি হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় রোগীদের সরিয়ে নেওয়া হয়। আগুনের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, একটি ইরানি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদসূত্র :রয়টার্স