শ্রীলংকার পার্লামেন্ট ভোটে রাজাপাকসের দলের জয়

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
শ্রীলংকার পার্লামেন্ট নির্বাচনে বিজয়ের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রত্যাশিতভাবে তার ভাই ও সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজপাকসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। অবশ্য গত নভেম্বর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। সংবাদসূত্র : বিবিসি দুই ভাইয়ের দল 'শ্রীলংকা পিপলস ফ্রন্ট' দুই-তৃতীয়াংশ আসনে বিশাল ব্যাবধানে জয় পেয়েছে। দেশটির সাংবিধানিক পরিবর্তনের জন্য এই 'সুপার মেজোরিটির' প্রয়োজন ছিল। রাজপাকসে ভাইদের দল পার্লামেন্টের মোট ২২৫টি আসনের মধ্যে ১২৫টিতে জয় পেয়েছে। আরও পাঁচটিতে জয় পেয়েছে তাদের মিত্র দলগুলো। এদিকে, বিরোধী দলের অবস্থান খুঁইয়েছে সাবেক প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের দল। চলমান পার্লামেন্টে ১০৬টি আসন থাকলেও বুধবারের নির্বাচনে তার দল মাত্র এক আসনে জয় পেয়েছে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পান গোতাবায়া রাজাপাকসে। এরপর গত বুধবার অনুষ্ঠিত হয় দেশটির পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনী ফলে জয়ের খবর আসার পর মাহিন্দা রাজাপাকসে এক টুইট বার্তায় বলেন, দল জয় পওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছেন। দুই দশক ধরে শ্রীলংকার রাজনীতিতে আধিপত্য বিস্তার করে চলেছে বিতর্কিত রাজপাকসে পরিবার।