মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
'পেনাং আন্ডারসি টানেল' প্রকল্পে ৬.৩ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইংগ। গ্রেপ্তারের পরদিন শুক্রবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। লিমের বিরুদ্ধে অভিযোগ, পেনাংয়ের মুখ্যমন্ত্রী থাকার সময় প্রকল্প থেকে ১০ শতাংশ লভ্যাংশ চেয়েছিলেন তিনি। রাস্তা ও টানেল প্রকল্পের কাজে প্রাদেশিক সরকারের নিয়োগকৃত কোম্পানির মালিক জারুল আহমেদ মোহাম্মদ জুলকিলফির কাছ থেকে ঘুষ চেয়েছিলেন তিনি। ২০১১ সালের মার্চে কুয়ালালামপুরের একটি হোটেলের কাছে এই অপরাধ করেছিলেন। এমএসিসি অ্যাক্ট ২০০৯-এর ১৬ (এ) ধারা অনুযায়ী ৫৯ বছর বয়সি লিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ঘুষের পাঁচ গুণ জরিমানা ও ২০ বছরের কারাদন্ড হতে পারে। সংবাদসূত্র :বস্নুমবার্গ