কেরালায় ভেঙে পড়া বিমানের 'বস্ন্যাক বক্স' উদ্ধার

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের কেরালায় ভেঙে পড়া বিমানটির 'বস্ন্যাক বক্স' উদ্ধার করা হয়েছে। এবার সেটির তথ্য পরীক্ষা করে বিমানটি কেন দুর্ঘটনায় পড়েছিল, তা জানা সম্ভব হবে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স গত শুক্রবার ভারতের 'এয়ার ইনডিয়া এক্সপ্রেস'র বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি দুবাই থেকে ১৯০ জন আরোহী নিয়ে কেরালার কালিকট (কোঝিকোড়) বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার মধ্যে রানওয়েতে পিছলে গিয়ে ভেঙে দুই টুকরা হয়ে যায়। দুর্ঘটনায় দুই পাইলটসহ ১৮ জন আরোহী নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন আহত কয়েকজনের অবস্থা গুরুতর। গত এক দশকের মধ্যে এটি ভারতে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। বিমানটি অবতরণের সময় দমকা বাতাসসহ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, পাইলট প্রথম দফায় অবতরণে ব্যর্থ হন এবং আকাশে চক্কর দিয়ে দ্বিতীয় দফায় অবতরণ করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। 'বস্ন্যাক বক্স' পাওয়া যাওয়ায় এখন দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এজন্য একটি পরিপূর্ণ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক তদন্ত কমিটি বা বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান 'বোয়িং' যদি 'বস্ন্যাক বক্স' পরীক্ষা করতে চায়, তবে ভারত পূর্ণ সহায়তা করবে বলেও জানান তিনি।