সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
করোনামুক্ত নিউজিল্যান্ড শততম দিনের মাইলফলকে যাযাদি ডেস্ক মহামারি মোকাবিলায় সফল নিউজিল্যান্ডে গত ১০০ দিনে কমিউনিটি পর্যায়ে করোনাভাইরাসের নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। তারপরও দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এ নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনার সক্রিয় রোগী আছে মোট ২৩ জন। দেশটিতে প্রবেশের পর তাদের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বিদেশফেরত এই সংক্রমিতদের সরকারি আইসোলেশন স্থাপনায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অ্যাশলে বস্নুমফিল্ড বলেছেন, 'কমিউনিটিতে করোনার সংক্রমণ ছাড়াই শততম দিনে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে আমরা সবাই জানি, এটি নিয়ে আমরা আত্মতৃপ্ত হতে পারি না।' তিনি বলেন, 'আগে যেসব স্থানে নিয়ন্ত্রণে ছিল, সেসব জায়গায় ভাইরাসটি কত দ্রম্নত পুনরায় উত্থান ও বিস্তার ঘটাতে পারে, তা আমরা বাইরের দেশগুলোতে দেখেছি। নিউজিল্যান্ডে ভবিষ্যতে যেকোনো একটি ঘটনাও দ্রম্নত মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।' প্রথম রোগী পাওয়ার কিছুদিন পর গত ১৭ মার্চ সীমান্ত বন্ধ করে করোনাভাইরাস কার্যকরভাবে মোকাবিলা করায় বিশ্বজুড়ে প্রশংসিত হয় ৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ড। কমিউনিটিতে করোনাভাইরাসের সংক্রমণ সফলভাবে মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের জন্য নিউজিল্যান্ড অনুকরণীয় উদাহরণ হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায় গত ফেব্রম্নয়ারিতে। তখন থেকে এখন পর্যন্ত নিউজিল্যান্ডে মাত্র এক হাজার ২১৯ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে সর্বশেষ 'কমিউনিটি ট্রান্সমিশন' রেকর্ড করা হয়েছিল গত ১ মে। সংবাদসূত্র :এএফপি ভারত কোভিড চিকিৎসাকেন্দ্রে ফের আগুন, নিহত ৭ যাযাদি ডেস্ক ভারতের অন্ধ্র প্রদেশে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি হোটেলে আগুন লেগে অন্তত সাতজনের মৃতু্য হয়েছে। রোববার ভোরে অন্ধ্রের বিজয়াবাডা শহরে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৫টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। হাসপাতালটিতে প্রায় ২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অগ্নিকান্ডের পর ভবনটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। শেষ খবর পর্যন্ত হোটেলটি থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও কয়েকজন ভবনটির ভেতরে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে আটজনের মৃতু্য হয়েছিল। ওই আগুনেরও সূত্রপাত বৈদু্যতিক শর্টসার্কিট থেকে হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ। সংবাদসূত্র :হিন্দুস্তান টাইমস চেক রিপাবলিক অ্যাপার্টমেন্ট ভবনে আগুন, নিহত ১১ যাযাদি ডেস্ক চেক রিপাবলিকের উত্তরাঞ্চলীয় শহর বহুমিনে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকান্ডের ঘটনায় তিন শিশুসহ ১১ জনের মৃতু্য হয়েছে। এদের মধ্যে পাঁচজন আগুন থেকে বাঁচতে ১১ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন। অগ্নিকান্ডে দমকলের দুই কর্মী ও একজন পুলিশসহ আরও ১০ জন আহত হয়েছেন। বহুমিন শহরটি চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে ৩৮০ কিলোমিটার দূরে। শনিবার স্থানীয় সময় বিকালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। দেশটির ৩০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকান্ডের ঘটনা। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে তিন জন পূর্ণবয়স্ক লোক ও তিনটি শিশু মারা গেছে। পাঁচজন ভবনটি থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু গুরুতর আঘাত পেয়ে তারা প্রাণ হারান। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কী থেকে আগুন লেগেছে তদন্তকারীরা তা নির্ধারণের চেষ্টা করছেন। সংবাদসূত্র রয়টার্স ইরানে বাবা-মেয়েকে গুলি করে হত্যা যাযাদি ডেস্ক ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে শুক্রবার রাতে অজ্ঞাত এক সন্ত্রাসীর গুলিতে এক ব্যক্তি ও তার মেয়ে নিহত হয়েছেন। নিহতরা লেবাননের নাগরিক। পুলিশ জানায়, অজ্ঞাত এক মোটরসাইকেল চালক স্থানীয় সময় আনুমানিক রাত ৯টার দিকে তেহরানের শহরতলির পাশদারান স্ট্রিটে হাবিব দাউদ (৫৮) ও মরিয়মকে (২৭) গুলি করে হত্যা করে। তেহরান পুলিশ জানায়, দাউদ ও তার মেয়ে একটি যানবাহনে যাচ্ছিলেন এবং চালকের দিক থেকে তাদের ওপর চারবার গুলি ছোঁড়া হয়। দাউদ ইতিহাসের শিক্ষক ছিলেন। দেশটির পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। সংবাদসূত্র : এএফপি