করোনা :একদিনে হাজারের বেশি মৃতু্য দেখল ভারত

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে করোনায় আক্রান্ত ও মৃতু্য প্রতিদিন লাফিয়ে বাড়ছেই। এবার করোনায় একদিনেই এক হাজারের বেশি মানুষের মৃতু্য দেখল ভারত। এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ আরও বেশ কিছু দেশে একদিনে হাজারের বেশি মৃতু্য হয়েছে। সেই তালিকায় যুক্ত হলো নরেন্দ্র মোদির দেশ। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬২ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত কয়েকদিন ধরেই ৬০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে। সংবাদসূত্র :এনডিটিভি, এবিপি নিউজ সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকালের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৬৪ জন। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪। ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগী ছয় লাখ ৩৪ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃতু্য হয়েছে এক হাজার সাতজনের। ফলে এখন পর্যন্ত মারা গেছে ৪৪ হাজার ৩৮৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে সুস্থতার হার ৬৯ দশমিক ৩৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির সাত রাজ্যে সংক্রমণ সবচেয়ে বেশি। ভারতে সংক্রমণের ৭৫ শতাংশই এসব রাজ্যে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৪৮, অন্ধ্র প্রদেশে ১০ হাজার ৮২০, তামিলনাড়ুতে পাঁচ হাজার ৯৯৪, কর্ণাটকে পাঁচ হাজার ৯৮৫, উত্তরপ্রদেশে চার হাজার ৫৭১, বিহারে চার হাজার ১৫৭ এবং পশ্চিমবঙ্গে দুই হাজার ৯৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গেছে ৩৯০ জন, তামিলনাড়ুতে ১১৯ জন, কর্ণাটকে ১০৭, অন্ধ্র প্রদেশে ৯৭, পশ্চিমবঙ্গে ৫৪ এবং গুজরাটে ২৪ জন। শুরু থেকেই মহারাষ্ট্র সংক্রমণের শীর্ষে রয়েছে। ওই রাজ্যে মোট আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৩৩২ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ৯০১ জন। অন্ধ্রপ্রদেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ২৭ হাজার ৮৬০ জন। কর্ণাটকে আক্রান্ত হয়েছে এক লাখ ৭৮ হাজারের বেশি। তবে জুলাই থেকেই রাজধানী দিলিস্নতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি কিছুটা কমতে দেখা গেছে। দিলিস্নতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৪৫ হাজার ৪২৭ জন।