মাহাথিরের নতুন দল 'পেজুয়াং'

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মাহাথির মোহাম্মদ
মাত্র চার বছরের মাথায় আবারও নতুন দল গড়লেন মালয়েশিয়ার দুইবারের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার এবারের দলের নাম রাখা হয়েছে 'পার্টি পেজুয়াং তানাহ এয়ার' বা জাতির যোদ্ধা দল। বুধবার মালয়েশিয়ার পেরাক রাজ্যে এক রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে মাহাথির বলেন, 'আমরা মালয়দের বিভক্ত করতে চাই না, তবে আমরা চাই মালয়দের পক্ষে লড়ার জন্য তাদের একটি দল থাক। এই দল দেশের দুর্নীতি পরিষ্কার করার জন্য। আমরা এর নাম দিয়েছি পার্টি পেজুয়াং তানাহ এয়ার। এর আগে, দিনের শুরুতে নিজের বস্নগে নতুন দলের নাম প্রকাশ করে সাবেক এ প্রধানমন্ত্রী লেখেন, 'দুর্নীতি আমাদের জাতিকে ধ্বংস করছে, দুর্নীতি মালয়দের ধ্বংস করছে। আপনি যদি অবস্থান ও অর্থ চান, তাহলে অন্য দলে যান।' বস্নগে ৯৫ বছর বয়সি এ নেতা বলেন, তার আগের দল 'বেরসাতু মালয়েশিয়া' স্বার্থান্বেষী ক্ষমতালোভীরা ছিনিয়ে নিয়ে গেছে। তিনি বলেন, 'আপনি যদি নিজের মর্যাদা ফিরিয়ে নিতে এবং আমাদের অধিকার রক্ষা করতে চান, তবে আমাদের দল বেছে নিন, পেজুয়াং নির্বাচন করুন।' মাহাথিরের নতুন দলটি তাৎক্ষণিকভাবে ছয়জন এমপি, একজন রাজ্য বিধানসভার নেতা এবং একজন সিনেটরসহ বেরসাতুর সাবেক সব এমপিকেই পাচ্ছে। এছাড়া বিরোধী জোটের সমর্থন পচ্ছে। সংবাদসূত্র :দ্য স্ট্রেইট টাইমস