বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
নাগরিকত্ব নিয়ে খোঁচা

কমলা ঘায়েলে পুরানো অস্ত্র ট্রাম্পের

বারাক ওবামার জন্মস্থান নিয়েও বিতর্ক উসকে দিয়েছিলেন ট্রাম্প নির্বাচনে হারলেও ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প : হিলারি
যাযাদি ডেস্ক
  ১৫ আগস্ট ২০২০, ০০:০০

বছরের পর বছর ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান নিয়ে যেভাবে বিতর্ক উসকে দিয়েছিলেন; নির্বাচনের আগে এবারও তিনি প্রায় একই কায়দায় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের রার্নিং মেট কমলা হ্যারিসকে ঘায়েল করতে চাইছেন। বৃহস্পতিবার রিপাবলিকান এ প্রেসিডেন্ট কমলার ভাইস প্রেসিডেন্ট পদে বসার 'সাংবিধানিক যোগ্যতা' নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স, সিএনএন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ১৯৬৪ সালের ২০ অক্টোবর জন্ম নেওয়া কমলা হ্যারিসের বাবা জ্যামাইকান, মা ভারতীয়। ডেমোক্রেট এ নারী সিনেটরের যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে বসার 'সাংবিধানিক যোগ্যতা আছে কিনা' সম্প্রতি মার্কিন এক আইনের অধ্যাপক এ নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ ও চতুর্দশ সংশোধনীর দিকে ইঙ্গিত করে অধ্যাপক ইস্টম্যান বলেন, কমলা হ্যারিসের জন্মের সময় তার বাবা-মা দুজনের কারোরই যদি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকে (উদাহরণ স্বরূপ, যদি সে সময় দুজনেই শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন), তাহলে জো বাইডেনের এ রার্নিং মেটের সম্ভবত ভাইস প্রেসিডেন্ট পদে বসার 'যোগ্যতা থাকে না'। ইস্টম্যানের এ তত্ত্বকে যুক্তরাষ্ট্রের অনেক সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীই আমলে নিচ্ছেন না। তারা বলছেন, কমলা হ্যারিসের জন্ম যুক্তরাষ্ট্রে হওয়ায় তার ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন ও দায়িত্ব পালনে সাংবিধানিকভাবে কোনো ধরনের বাধা নেই। ট্রাম্প অবশ্য এত যুক্তির ধার ধারেননি। ভাইস প্রেসিডেন্টের লড়াইয়ে নামা ভারতীয় বংশোদ্ভূত কমলাকে এক হাত নিতে পারার সুযোগ পেয়েই তিনি খুশি। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে কমলাকে নিয়ে ইস্টম্যানের আপত্তি সম্পর্কে ট্রাম্পের মন্তব্য জানতে চাওয়া হলে রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেন, 'আমি মাত্রই শুনেছি, ভাইস প্রেসিডেন্ট হতে যা যা প্রয়োজন, তা নাকি তার (কমলা) নেই। যে আইনজীবী এটা লিখেছেন, তিনি খুবই যোগ্যতাসম্পন্ন, খুবই মেধাবী আইনজীবী।' রিপাবলিকান এ প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি জানি না এটা ঠিক কিনা। কেবল ধারণা করতে পারি, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে বেছে নেওয়ার আগে ডেমোক্র্যাটরা নিশ্চয়ই এটি খতিয়ে দেখেছে। কিন্তু এটি খুবই গুরুতর বিষয়, আপনারা বলছেন আরও অনেকে বলছেন, তিনি (কমলা) সাংবিধানিকভাবে যোগ্যতা অর্জন করেননি। কেননা তিনি এদেশে জন্মই নেননি।' যে সাংবাদিক ট্রাম্পের কাছে ইস্টম্যানের নিবন্ধ নিয়ে মন্তব্য চেয়েছিলেন, তিনি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের ভুল ধরিয়ে দেন। তিনি বলেন, ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর যুক্তরাষ্ট্রে জন্ম নিয়ে কোনো সংশয় নেই। কমলার জন্মের সময় সম্ভবত তার বাবা-মার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি ছিল না, তা উলেস্নখ করেই ইস্টম্যান কমলাকে নিয়ে আপত্তি তুলেছেন, বলেন ওই সাংবাদিক। ২০০৮ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর 'বার্থার' আন্দোলনের জনপ্রিয় মুখপাত্রে পরিণত হয়েছিলেন ট্রাম্প। ওই আন্দোলনে ওবামার জন্মস্থান নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন তোলা হয়। বলা হয়, যুক্তরাষ্ট্রে নয়, ওবামা জন্মেছিলেন কেনিয়ায়। ত্যাক্ত-বিরক্ত ওবামা এক সময় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে তার জন্মের সনদও প্রকাশ করেন। নির্বাচনে হারলেও সহজে ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প : হিলারি এদিকে, আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেও রাতারাতি নীরবে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন না বলে শঙ্কা প্রকাশ করে মার্কিনিদের প্রস্তুত থাকতে বলেছেন ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। হিলারি বলেন, 'আমি জনগণকে ভীত করতে চাই না। কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে বলব। এটা বিশ্বাস করার জন্য আমার কাছে যথেষ্ট কারণ রয়েছে, নির্বাচনে হেরে গেলেও খুব সহজে ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেবেন না। তিনি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন। সব ধরনের আইন ব্যবহারের চেষ্টা করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে