টাইফুন জেবির তাÐবে জাপানে নিহত ১০

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন ‘জেবি’র তাÐবে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেবি দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হানে। ওইদিন দুপুরের দিকে টাইফুনটি শিকোকু এলাকায় আঘাত হানে, পরে তা ওসাকার দিকে অগ্রসর হয়। এ সময় ওই এলাকাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ কোরিয়ান ভাষায় জেবি অথর্ ‘সোয়ালো’ বা আবাবিল পাখি। জেবি অল্প সময়ের জন্য অতি শক্তিশালী একটি টাইফুনে পরিণত হয়েছিল। এতে এটি ২৫ বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। ঝড়ের কারণে প্রায় তিন হাজার পযর্টক জাপানের প্রধান দ্বীপ হোনশুর দক্ষিণ-মধ্যাঞ্চলীয় ঘনবসতিপূণর্ এলাকার পাশে সাগরের মাঝে একটি কৃত্রিম দ্বীপে অবস্থিত কানসাই বিমানবন্দরে আটকা পড়েন। মঙ্গলবার সারারাত তারা বিমানবন্দরে অবস্থান করার পর বুধবার সকালে হাইস্পিড বোট যোগে তাদের নিকটবতীর্ কোবি বিমানবন্দরে সরিয়ে নিতে শুরু করেন বিমানবন্দর কমর্কতার্রা। টাইফুনে ক্ষতিগ্রস্ত কানসাই বিমানবন্দর পুনরায় চালু করতে কয়েকদিন থেকে সপ্তাহ লেগে যেতে পারে। চলতি গ্রীষ্মে ব্যাপক বৃষ্টিপাত, ভ‚মিধস, বন্যা ও অতীতের সব রেকডর্ ছাড়িয়ে যাওয়া গরমে কয়েকশ লোক মারা যাওয়ার পর এবার শক্তিশালী টাইফুন আঘাত হানলো জাপানে।