সিরিয়ায় ২০০ বার বিমান হামলা ইসরাইলের!

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ায় ইরানের অবস্থান লক্ষ্য করে গত দেড় বছরে প্রায় ২০০ বার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে এখন পযর্ন্ত এসব হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের একজন সিনিয়র কমর্কতার্ এ কথা জানিয়েছেন। সংবাদসূত্র : আল-জাজিরা ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর ওই কমর্কতার্ মঙ্গলবার বলেন, এই সময়ের মধ্যে প্রায় ৮০০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সিরিয়ায় ইরানি অস্ত্রের চালান, সেনাদপ্তর ও অবকাঠামোর ওপর এসব হামলা করা হয়। ইসরাইলের গোয়েন্দা মন্ত্রী ইসরাইল কাটজও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সিরিয়ায় ইরানের অবস্থানকে ‘রেড লাইন’ হিসেবে মন্তব্য করেন। ইসরাইল কাটজ বলেন, সিরিয়ায় ইরানের অবস্থান লক্ষ্য করে ২০০ বার বিমান হামলার যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সত্যি। গত দুই বছর ধরে ইসরাইল এই অভিযানগুলো পরিচালনা করেছে। তিনি আরও বলেন, ইরান সিরিয়া থেকে ইসরাইল-বিরোধী কমর্কাÐে লিপ্ত রয়েছে। ‘রেড লাইন’ সংরক্ষণের চেষ্টা থেকেই আমরা এমনটি করেছি। ২০১৭ সালের আগস্টে ইসরাইলের বিমানবাহিনীর প্রধান দেশটির গণমাধ্যম হারেৎজকে বলেছিলেন, ইসরাইল সিরিয়ায় প্রায় ১০০ বার বিমান হামলা করেছে। কিন্তু মঙ্গলবার ইসরাইলের ওই কমর্কতার্র দেয়া বক্তব্যে আরও ১০০ বার হামলার তথ্য প্রকাশ করা হলো। নতুন তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে গড়ে দুই বার করে হামলা চালানো হয়েছে। ইসরাইল বরাবরই অভিযোগ করে আসছিল যে, বাশার আল-আসাদকে সহযোগিতার নামে ইরান সিরিয়াতে স্থায়ী সামরিক ঘাটি গড়ার পঁায়তারা করছেন। এছাড়া ইসরাইলবিরোধী লেবাননের হিজবুল্লাহকে সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী করতেও সিরিয়ায় বসে কাজ করছে ইরান। ইসরাইল দাবি করেছে, ইরাকের ভ‚খÐ ব্যবহার করে বাশারকে সামরিক সহযোগিতা করেছে ইরান। সিরিয়ায় গত সাত বছরের গৃহযুদ্ধে শুরু থেকেই বাশার আল-আসাদের পক্ষে ভ‚মিকা রেখেছে ইরান। উচ্চপদস্থ সামরিক উপদেষ্টা পাঠানো, অস্ত্র সহায়তা এবং আঞ্চলিক সশস্ত্র শিয়া গ্রæপগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাশারের পক্ষে যুদ্ধে পাঠিয়ে ইরান সিরিয়া গৃহযুদ্ধে সক্রিয় থেকেছে। তবে ইসরাইলের এমন ভ‚মিকায় নীরব থেকেছে রাশিয়া। ইরান ও সিরিয়ার মিত্রদেশ রাশিয়া। বাশার আল-আসাদকে সহযোগিতা করতে ২০১৫ সাল থেকে সিরিয়ায় অভিযান চালিয়ে বাশার-বিদ্রোহীদের কোণঠাসা করে ফেলেছে রাশিয়া।