ট্রাম্পের দাবি

কমলার চেয়ে ভারতীয় সমর্থক আমার বেশি

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ডেমোক্রেট দলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে আবারও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেনের নেতৃত্বে মার্কিনিরা নিরাপদ নয়। আর কমলা হ্যারিস তার চেয়েও খারাপ। ট্রাম্প আরও দাবি করেছেন, ভারতীয় বংশোদ্ভূত কমলার চেয়ে ভারতীয়দের কাছে তিনিই বেশি জনপ্রিয়। সংবাদসূত্র : এএনআই, বিবিসি আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটদের হয়ে লড়াইয়ে নামছেন জো বাইডেন। আর তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন কমলা হ্যারিস। এই দুই প্রার্থীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প। শুক্রবার 'নিউইয়র্ক বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন'র সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবারও বাইডেন ও কমলাকে নিশানা করেন ট্রাম্প। তিনি বলেন, 'জো বাইডেন যদি প্রেসিডেন্ট হন, তবে সঙ্গে সঙ্গে পুলিশ বিভাগ বিলোপ করতে তিনি আইন পাস করবেন। কমলা হ্যারিসতো তার চেয়েও খারাপ। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলে কী হবে, তার চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি।' ট্রাম্পের দাবি, কমলা হ্যারিস পুলিশের সঙ্গে বিরূপ আচরণ করবেন। পুলিশদের এ ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, 'এই লোকটি (বাইডেন) আপনাদের মান-মর্যাদা ছিনিয়ে নিচ্ছে। বাইডেনের যুক্তরাষ্ট্রে কেউ নিরাপদে থাকতে পারবে না।' ছোট ভাইকে দেখতে হাসপাতালে মার্কিন প্রেসিডেন্ট এদিকে, নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি ছোট ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, সে 'কঠিন সময় পার করছে'। শুক্রবার বিকালে ট্রাম্প ৭২ বছরের ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে 'নিউইয়র্ক-প্রেসবিটেরিয়ান' হাসপাতালে যান। সেখানে তিনি ৪৫ মিনিট অবস্থান করেন। মাস্ক পরা ট্রাম্প হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকদের বলেন, 'আশা করি সে ঠিক আছে। যদিও কঠিন সময় যাচ্ছে, সে কঠিন সময় পার করছে।' যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবর ?অনুযায়ী, রবার্ট গুরুতর অসুস্থ। হোয়াইট হাউস থেকেও শুক্রবার সকালে রবার্ট ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করার খবর নিশ্চিত করা হয়। কিন্তু তার ঠিক কী রোগ হয়েছে বা কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত জুনেও রবার্ট ট্রাম্প এক সপ্তাহর বেশি সময় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। রবার্ট ট্রাম্প ভাইয়ের আবাসন ব্যবসা দেখাশোনা করেন। ভাইকে দেখে বেরিয়ে যাওয়ার সময় ট্রাম্প বলেন, 'আমার চমৎকার একজন ভাই আছে। দীর্ঘদিন ধরেই আমাদের মধ্যে দারুণ সম্পর্ক, প্রথম দিন থেকেই।'