সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রণব মুখোপাধ্যায়
চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখোপাধ্যায় যাযাদি ডেস্ক মস্তিষ্কের রক্তক্ষরণের অস্ত্রোপচারের পর চিকিৎসকদের ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ হলেও তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ভেন্টিলেটরেই রয়েছেন 'ভারতরত্ন' সাবেক এই রাষ্ট্রপতি। তবে তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটারের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। শুক্রবার দিলিস্নতে সেনাবাহিনীর 'রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের' এক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। গত ১০ আগস্ট পড়ে গিয়ে মস্তিষ্কে গুরুতর আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের আগে পরীক্ষা করতে গিয়ে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইট বার্তায় বলেন, '৯৬ ঘণ্টার পর্যবেক্ষণ শনিবার শেষ হয়েছে। আমার বাবার শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটার স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসা ও বাইরের উদ্দীপকে সাড়া দিচ্ছেন। আমারা বাবা বলতেন, ভারতের জনগণকে যা দিতে পেরেছি, সে তুলনায় ফেরত পেয়েছি বেশি। দয়া করে তার জন্য প্রার্থনা করুন।' দেশটির বর্তমান বিরোধীদল কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন প্রণব মুখোপাধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারের সর্বোচ্চ প্রাপ্তি ঘটে ২০১২ সালে। ওই বছর ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ২০১২-২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ আবারও বিধিনিষেধ আরোপ কোরিয়ায় যাযাদি ডেস্ক পাঁচ মাসে সর্বাধিক সংক্রমণের পর শনিবার থেকে আবারও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা জারি করেছে দক্ষিণ কোরিয়া। এই দিন ১৬৬ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৫৫ জনই স্থানীয়ভাবে সংক্রমিত। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সি-কিউন টেলিভিশনে দেয়া বার্তায় বলেছেন, 'সিউল ও (প্রতিবেশী) জিওনগি প্রদেশে করোনাভাইরাসের বিস্তার খুব আশঙ্কাজনক, এক দিনে প্রায় দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা। রাজধানী ও এর আশপাশে ভাইরাসের বিস্তার আরও বাড়তে না দেয়াকে অগ্রাধিকার দিচ্ছি আমরা।' করোনার বিস্তার রোধে দ্বিতীয় মাত্রার সামাজিক দূরত্ব আরোপ করা হয়েছে সিউল ও জিওনগিতে। এতে করে ইনডোরে জনসমাবেশ ৫০ জনে সীমাবদ্ধ থাকবে এবং আউটডোরে ১০০ মানুষ সমবেত হওয়ার অনুমতি পাবে। সংবাদসূত্র : বিবিসি