বিধানসভা ভেঙে দিলেন চন্দ্রশেখর অকাল নিবার্চনে তেলেঙ্গানা

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগেই বিধানসভা ভেঙে দেয়ার সুপারিশ করেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। বৃহস্পতিবার হায়দরাবাদের ‘প্রগতি ভবনে’ ক্যাবিনেট বৈঠক করে বিধানসভা ভেঙে দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়। তারপরই রাজ্যপালের সঙ্গে দেখা করে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান চন্দ্রশেখর। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি তেলঙ্গানায় যে ‘অকাল নিবার্চনে’ যেতে পারে, তা নিয়ে জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছিল। তেলঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে গত চার বছরে যে কাজ তিনি করেছেন, অন্ধ্রপ্রদেশের অঙ্গ হিসেবে থাকাকালীন ৫৮ বছরে সে কাজ হয়নি বলে দাবি কেসিআর-এর দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস)। সেই কাজ রাজ্যবাসীর সামনে তুলে ধরেই নিবার্চনে যাওয়া উচিত এবং আরও একটা জয় সুনিশ্চিত করার জন্য এখনই নিবার্চনে যাওয়ার সঠিক সময় বলে টিআরএস নেতৃত্ব মনে করছেন। এখন রাজ্যপাল বিধানসভা ভেঙে দিলেই পরবতীর্ নিবার্চনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে দক্ষিণী রাজ্যটিতে। কংগ্রেস এবং তেলুগু দেশম পাটির্ হাত মিলিয়ে ভোটে যেতে পারে বলে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে।