ফিলিস্তিনি গ্রাম ধ্বংস করে পশ্চিম তীরকে ভাগ করা হবে

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
দখলকৃত পশ্চিম তীরে একটি বেদুইন গ্রাম নিশ্চিহ্ন করে সেখানকার ১৮০ জন ফিলিস্তিনি নাগরিককে জোর করে সরিয়ে দিতে সেনাবাহিনীকে সবুজ সংকেত দিয়েছে ইসরাইলের একটি আদালত। বেদুইন গ্রামটি নিশ্চিহ্ন করার মাধ্যমে পশ্চিম তীরকে দুইভাগে ভাগ করে ফেলতে সক্ষম হবে ইসরাইল। সংবাদসূত্র : আল-জাজিরা ইসরাইলি কতৃর্পক্ষ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানালেও মানবাধিকার গ্রæপ ও ফিলিস্তিনি নাগরিকরা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। এদিকে, ওই গ্রাম নিশ্চিহ্ন করার বিরুদ্ধে একটি আবেদন বাতিল করে দিয়ে বুধবার ইসরাইলি আদালত একটি অস্থায়ী স্থগিতাদেশ জারি করেছে। ওই আদেশের কারণে এক সপ্তাহ ওই গ্রাম নিশ্চিহ্নের কাজ শুরু হবে না। জেরুজালেমের বড় দুই অবৈধ বসতি মালে আদুমিম ও কাফফার আদুমিম-এর কয়েক কিলোমিটারের মধ্যে নিশ্চিহ্ন করতে চাওয়া খান আল-আহমার গ্রামটি অবস্থিত। ওই দুটি বসতিই সম্প্রসারণ করতে চাইছে ইসরাইল সরকার। খান আল-আহমার গ্রামটিতে মূলত বেদুইন জাহালির উপজাতির বাস। ১৯৫০’র দশকে এই বাসিন্দাদের তাদের নিজ ভ‚মি নাকাব মরুভ‚মি থেকে বিতাড়িত করে ইসরাইলি সেনাবাহিনী। খান আল আহমারে বসতি গড়ার আগে তাদের অন্তত দুইবার নিজেদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।