সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
উন জানালেন ট্রাম্পের মেয়াদ শেষের আগেই নিরস্ত্রীকরণ যাযাদি ডেস্ক মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ করবে বলে প্রতিশ্রæতি দিয়েছেন দেশটির সবোর্চ্চ নেতা কিম জং-উন। বুধবার উত্তর কোরিয়া সফর শেষে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল এ তথ্য জানিয়েছে। উনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের তৃতীয় দফায় সম্মেলন নিয়ে আলোচনার জন্য বুধবার পিয়ংইয়ং সফর করে সিউলের একটি উচ্চপযাের্য়র প্রতিনিধিদল। একদিনের সফরকালে প্রতিনিধিদলটি উনের সঙ্গেও বৈঠক করেছে। সিউলে ফিরে প্রতিনিধিদলটি জানিয়েছে, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পিয়ংইয়ংয়ে উনের সঙ্গে মুন জায়ে ইনের বৈঠক হবে। বৈঠকে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণে ‘বাস্তব পদক্ষেপের’ বিষয়ে আলোচনা হবে। কিম দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলটিকে জানিয়েছেন, মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তার বিশ্বাস ‘অপরিবতির্ত’ রয়েছে। ২০২১ সালের প্রথম দিকে ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদের মধ্যেই তিনি নিরস্ত্রীকরণ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্বেষপূণর্ সম্পকের্র অবসান চান। চলতি বছরের প্রথম দিকে সিঙ্গাপুরে ট্রাম্প ও উনের বৈঠক হয়। এতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছিল দেশ দুটির পক্ষ থেকে। তবে উত্তর কোরিয়া ওই সময় নিরস্ত্রীকরণের কোনো সময়সীমা ঘোষণা করেনি। বুধবারই প্রথম উন নিরস্ত্রীকরণের সময়সীমা নিয়ে কথা বললেন। সংবাদসূত্র : বিবিসি, এএফপি আফগানিস্তান আত্মঘাতী বিস্ফোরণে ২০ জন নিহত যাযাদি ডেস্ক আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ‘রেসলিং ক্লাবে’ জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। বুধবারের এ ঘটনায় প্রথমে এক আত্মঘাতী বোমারুর হামলায় চারজন নিহত হন। হামলার পর হতাহতদের উদ্ধারের সময় ঘটনাস্থলে গাড়ি চালিয়ে এসে আরেক আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায়। আক্রান্ত ক্লাবটি নগরীর শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত। এই এলাকাটিতে দেশটির হাজারা সম্প্রদায়ের অনেক লোক বসবাস করে। গাড়িবোমা হামলায় নিহতদের মধ্যে ‘টোলো নিউজ’ চ্যানেলের দুই সাংবাদিকও আছেন। এ সময় আরও চার সাংবাদিক আহত হন। শেষ খবর পাওয়া পযর্ন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে কাবুলের এই দাস্ত-ই-বাচির্ এলাকায় একই ধরনের হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সংবাদসূত্র : বিবিসি রুশ-মাকির্ন সম্পকের্ টানাপড়েন বাড়ছে যাযাদি ডেস্ক রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পকের্র টানাপড়েন ও বিরোধ বাড়ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগের্ই লাভরভ একথা বলেছেন। রাশিয়ান চ্যানেল ‘ওয়ান টিভি’তে অনুষ্ঠিত বোলশায়া ইগরায় দেয়া এক সাক্ষৎকারে তিনি বলেন, ‘রাজনৈতিক উত্তাপের কারণে আমাদের মধ্যকার বিরোধগুলো নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। কিছুদিন আগেও এটাকে ক‚টনৈতিক শিষ্টাচার বহিভ‚র্ত আচরণ হিসেবে দেখা হতো।’ ল্যাভরভ বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সীমান্তে ন্যাটোর নতুন সদস্য দেশগুলোতে কেবল সেনাই মোতায়েন করছে না, পাশাপাশি আমাদের সীমান্তে সামরিক অবকাঠামো নিমার্ণ করছে।’ রাশিয়ার এই শীষর্ ক‚টনীতিকের মতে, ওয়াশিংটন ডলারকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র কোনো দেশকে চাপ দিতে চাইলে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা তখন ওই দেশের সঙ্গে ডলার-ভিত্তিক সব ধরনের ব্যাংকিংক কাযর্ক্রম বন্ধ করে দেয়। সংবাদসূত্র : এএফপি অনলাইন বিশ্বের এক চতুথার্ংশ মানুষ কম পরিশ্রমী যাযাদি ডেস্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বৈশ্বিকভাবে মানুষ স্বল্প কায়িক পরিশ্রমী হয়ে পড়ছে। এর ফলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। গত মঙ্গলবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য রক্ষার জন্য যতটুকু শারীরিক পরিশ্রম প্রয়োজন বিশ্বের প্রায় ১৪০ কোটি প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ তা করে না। নারীদের মধ্যে প্রতি তিনজনে একজন এবং পুরুষদের মধ্যে প্রতি চারজনে একজন যথেষ্ঠ ব্যায়াম কিংবা চলাফেরা করে না। এরা দিনের অধিকাংশ সময় টেবিলে বসে কাজ করে, বিকালে টিভির সামনে বসে থাকে এবং গাড়িতে ভ্রমণ করে। এসব লোক নিজেদের হৃদরোগ, টাইপ টু ডায়াবেটিস, স্মৃতিভ্রষ্টতা ও ক্যান্সারের ঝুঁকিতে ফেলছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি অকমের্ণ্যর হার কুয়েতে। দেশটির ৬৭ শতাংশ লোক কম পরিশ্রম করে। তালিকায় এরপরই আছে যুক্তরাষ্ট্রের সামোয়া (৫৩%), সৌদি আরব (৫৩%) ও ইরাক (৫২%) সংবাদসূত্র : বিবিসি