সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
হিজবুলস্নাহকে নিষিদ্ধ করুন :পম্পেও যাযাদি ডেস্ক লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থি গোষ্ঠী হিজবুলস্নাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ তালিকভাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নকে উদ্দেশ্য করে পম্পেও বলেন, হিজবুলস্নাহর গোটা অস্তিত্বকে সন্ত্রাসী মনে করতে হবে। এটির রাজনৈতিক ও সামরিক অংশের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। পম্পেও দাবি করেন, হিজবুলস্নাহ সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে যাচ্ছে। দলটি এখন ইউরোপ থেকে সামরিক প্রযুক্তি ও বাজেট সংগ্রহ করার কাজে ব্যস্ত রয়েছে। এর আগে গত মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় হিজবুলস্নাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে লেবাননের সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হিজবুলস্নাহকে হামাসের বাইরে ইসরাইলবিরোধী একটি বলিষ্ঠ পস্নাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি ইসরাইলবিরোধী অবস্থান জোরালো করতে আলোচনায় বসেন দল দুটির শীর্ষ নেতারা। মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের দেশগুলো যখন একে একে ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিচ্ছে, সেই সময় হামাস-হিজবুলস্নাহর শীর্ষ নেতাদের বৈঠক ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। ইসরাইলবিরোধী শক্তিগুলোকে কালো তালিকাভুক্ত করতে তাই ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ প্রয়োগের কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। সংবাদসূত্র : পার্স টুডে, রয়টার্স চীনে মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করছেন যাযাদি ডেস্ক বেইজিংয়ে তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর পদত্যাগ করতে যাচ্ছেন চীনের মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্ট্যাড। জানা গেছে, ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বেইজিং ছাড়বেন ব্র্যানস্ট্যাড। এখনো তার পদত্যাগের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'সিজিটিএন' জানিয়েছে, সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক টুইটে ব্র্যানস্ট্যাডের পদত্যাগের ইঙ্গিত পাওয়া গেছে। রাষ্ট্রদূত হিসেবে মার্কিনিদের কাছে সেবা পৌঁছে দেওয়ায় ব্র্যানস্ট্যাডকে ধন্যবাদ জানিয়ে টুইটারে পম্পেও বলেন, 'চীনে রাষ্ট্রদূত হিসেবে মার্কিনিদের কাছে তিন বছরের বেশি সময় ধরে সেবা পৌঁছে দেওয়ায় আমি রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্ট্যাডকে ধন্যবাদ জানাই।' কী কারণে রাষ্ট্রদূত চলে যাচ্ছেন, তা এখনো স্পষ্ট নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার কাছ থেকে পদত্যাগের কোনো নোটিশ পায়নি বলে জানিয়েছে। সাবেক আইওয়া গভর্নর ব্র্যানস্ট্যাড ২০১৭ সালের মে মাস থেকে এই পদে আছেন। সংবাদসূত্র : সিএনএন