logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৪ আশ্বিন ১৪২৭

  যাযাদি ডেস্ক   ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

করোনার প্রভাব

বৈশ্বিক উন্নয়ন পিছিয়ে গেছে দুই দশক :বিল গেটস

৬০ বছরে প্রথম আঞ্চলিক মন্দার মুখোমুখি এশিয়া

বৈশ্বিক উন্নয়ন পিছিয়ে গেছে দুই দশক :বিল গেটস
বিল গেটস
করোনাভাইরাস মহামারির বিস্তার বৈশ্বিক উন্নয়নকে দুই দশকের বেশি পেছনে ঠেলে দিয়েছে। বিল গেটস ও মেলিন্ডা গেটসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন'র এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লাখ লাখ মানুষ ব্যাপক বৈষম্য, ব্যাধি এবং দারিদ্র্যের মুখোমুখি হয়েছে। এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বৈশ্বিক এই মহামারি। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স

এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, 'আগামী বছরের শুরুর দিকে কার্যকর করোনা ভ্যাকসিন প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে।' তবে যে কোনো ভ্যাকসিন আসুক না কেন, তা গরিব দেশগুলোতেও সহজলভ্য করার ওপর জোর দিয়েছেন তিনি।

গেটস ফাউন্ডেশন বলছে, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে চরম দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে প্রায় সাত শতাংশ। এছাড়া স্বাস্থ্য সুরক্ষায় অন্যান্য ভ্যাকসিন কর্মসূচি ১৯৯০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

গবেষণা প্রতিবেদনের ব্যাপারে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য ও উন্নয়নের শীর্ষস্থানীয় দাতা ও গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বিল গেটস বলেন, 'এটি বিশাল এক ধাক্কা'। বিশ্বজুড়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অগ্রগতির ব্যাপারে ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় প্রতিটি সূচকে অবনমন ঘটেছে। এতে বলা হয়েছে, করোনা মহামারি নারী, জাতিগত ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় এবং চরম দরিদ্র্য জনগোষ্ঠীর ওপর অস্বাভাবিক প্রভাব ফেলেছে।

গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যান বলেন, 'আমরা টানা ২০ বছর ধরে চরম দারিদ্র্যের হারে অবনতির পর এখন আরেকটি বিপর্যয় দেখছি।' তিনি বলেন, প্রায় চার কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রতি সপ্তাহ আগের চেয়ে প্রায় এক মিলিয়নের বেশি মানুষ চরম দারিদ্র্যের শিকার হয়েছে।

৬০ বছরে প্রথম আঞ্চলিক

মন্দার মুখোমুখি এশিয়া

এদিকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বলছে, করোনাভাইরাস মহামারি অঞ্চলটির উন্নয়নশীল অর্থনীতিকে মন্দার দিকে টেনে নিয়েছে। ৪৫ দেশ নিয়ে 'উন্নয়নশীল এশিয়া' হিসেবে পরিচিত এই অঞ্চল ছয় দশকে প্রথমবার আঞ্চলিক মন্দা দেখতে শুরু করেছে।

চলতি বছর উন্নয়নশীল এশিয়ার অর্থনীতি ০.৭ শতাংশ সংকুচিত হবে বলছে এডিবি। তবে ২০২১ সালে শক্তভাবে এই অঞ্চল ঘুরে দাঁড়াবে, পরের বছর প্রবৃদ্ধি বেড়ে ৬.৮ শতাংশ হবে।

ব্যাংকটির 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক আপডেট' বলছে, বছরের তিনভাগ পর্যালোচনা করে এই অঞ্চলের অর্থনীতির পতনের পূর্বাভাস মিলেছে। এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুইউকি সাওয়াদা বলেন, 'এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশিরভাগ অর্থনীতির জন্য বছরের বাকি সময় প্রবৃদ্ধির পথ কঠিন হয়ে দাঁড়াবে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে