পুলিশ হত্যার ঘটনায় দুই ভাইয়ের মৃতু্যদন্ড

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভিয়েতনামে চলতি বছরের জানুয়ারিতে ভূমি বিরোধকে কেন্দ্র করে তিন পুলিশ হত্যার ঘটনায় তাদের ভূমিকার জন্য দুই ভাইকে মৃতু্যদন্ড দিয়েছে রাজধানী হ্যানয়ের একটি আদালত। বিচারে আরও ২৭ ব্যক্তিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদন্ড থেকে শুরু করে ১৫ মাসের 'প্রবেশন' দেওয়া হয়েছে। প্রবেশনের সময় তারা কারাগারের বাইরে থাকলেও পর্যবেক্ষণে রাখা হবে, প্রবেশনের শর্ত ভাঙলে তাদের কারাগারে পাঠানো হবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে মূলপরিকল্পনাকারীর ভূমিকা পালন করেছিলেন। তাদের বাবা, ৮৪ বছর বয়সি অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তা লে ডিন কিন পুলিশের গুলিতে মারা যান। সংবাদসূত্র : বিবিসি