বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চুক্তির পরপরই গাজায় হামলা ইসরাইলের

যাযাদি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

উপসাগরীয় দুই আরব দেশের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক শান্তিু চুক্তির পরদিন ভোররাতেই ফিলিস্তিনের গাজা ভূখন্ডে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ওই শান্তি চুক্তিকে 'নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয়' বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদসূত্র : রয়টার্স

গাজার কট্টরপন্থিরা ইসরাইলে একটি রকেট ছোড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখন্ডটিতে হামলা চালায় ইসরাইলি জঙ্গি বিমানগুলো।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার ভোরে ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় তারা প্রায় ১০টি বিমান হামলা চালিয়েছে। এ সময় গাজা থেকে সীমান্তবর্তী ইসরাইলি বসতিগুলো লক্ষ্য করে ১৫টি রকেট ছোড়া হয় বলে অভিযোগ করেছে তারা।

ভোরের আগে ইসরাইলের এই এলাকাগুলোতে সতর্র্কতা সাইরেনের আওয়াজ শোনা গেছে। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান চলাকালে ইসরাইলের উপকূলীয় শহর আশদোদে গাজা থেকে ছোড়া একটি রকেট আঘাত হানে, এতে দুজন আহত হন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে পরদিন ভোরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ভোরের এই হামলা-পাল্টা হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, দুপক্ষের কেউই সে বিষয়ে কিছু জানায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বুধবার তারা তাদের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী সিস্টেম আয়রন ডোম দিয়ে আটটি রকেট প্রতিহত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজার যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার মধ্যে একটি অস্ত্র ও বিস্ফোরক তৈরির কারখানা এবং রকেট পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য হামাসের ব্যবহৃত একটি কম্পাউন্ড রয়েছে।

অন্যদিকে গাজার ইসলামিক জিহাদ গোষ্ঠী জানিয়েছে, ইসরাইলি বিমান হামলার জবাবে 'প্রতিরোধ শক্তির' পক্ষ থেকে ইসরাইলে দিকে একযোগে বহু রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা ও ইসরাইলে অধিকৃত পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112290 and publish = 1 order by id desc limit 3' at line 1