পরিবার-বিচ্ছিন্ন শিশুদের পাশে ইভানকা

প্রকাশ | ২৯ জুন ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ট্রাম্পকন্যা ইভানকা
অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করার নীতির বিরুদ্ধে অভিবাসী শিশুদের পাশে দঁাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্পকন্যা ইভানকা। এ সংক্রান্ত প্রচারণার অংশ হিসেবে একটি গিজার্য় ৫০ হাজার ডলার (৪২ লাখ টাকা) অনুদান দিয়েছেন তিনি। টেক্সাসের প্রেস্টনউড ব্যাপিস্ট চাচর্ কতৃর্পক্ষের হাতে এই অনুদান তুলে দিয়েছেন তিনি। সেখানকার যাজক জ্যাক গ্রাহাম টুইটারে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। গ্রাহাম জানান, সীমান্তে পরিবার-বিচ্ছিন্ন শিশুদের পাশে দঁাড়িয়েছে টেক্সাসের প্রেস্টনউড ব্যাপিস্ট চাচর্। এমন খবর জানতে পেরে তহবিল নিয়ে সংস্থাটির পাশে দঁাড়ান ইভানকা। ট্রাম্পের মেয়ের এমন উদ্যোগের প্রশংসা করেছেন এই যাজক। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতির আওতায় অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক অভিযান ও মামলার জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয় দুই হাজারের বেশি শিশু। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়াও। সংবাদসূত্র : টাইমস অব ইসরাইল