আলোচনা চলছেই

লাদাখে তৎপর চীন ও ভারত

সীমান্তে তৎপরতা নিয়ে একে অপরকে দোষারোপ যুদ্ধ কিংবা শান্তি-উভয়ের জন্যই প্রস্তুত চীন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
লাদাখে ভারতীয় বাহিনীর টহল
উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই চীন ও ভারত একে অপরকে লাদাখ সীমান্তে তৎপরতা বাড়ানোর জন্য দোষারোপ করে যাচ্ছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, প্যাংগং সংলগ্ন এলাকায় সেনা সংখ্যা বাড়ানোর পাশাপাশি অপটিক্যাল ফাইবার বসাতে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেছে বেইজিং। তবে চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তা অস্বীকার করেছেন। অন্যদিকে, প্যাংগং সংলগ্ন চুসুল সেক্টরে সেনা ও যুদ্ধ সরঞ্জাম বাড়িয়েছে ভারত। পাশাপাশি শীতকালে যাতে লাদাখে সেনা বা সরঞ্জাম পৌঁছাতে কোনো অসুবিধা না হয়, তার জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটি। সংবাদসূত্র : রয়টার্স, এনডিটিভি, এবিপি নিউজ পূর্ব লাদাখে সাধারণত ২০ হাজার থেকে ৩০ হাজার ভারতীয় সেনা মোতায়েন থাকে। তবে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, উত্তেজনাকে কেন্দ্র করে এখন সে সংখ্যা দ্বিগুণের বেশি করা হয়েছে। তবে মোতায়েনকৃত সেনা সংখ্যা ঠিক কত, তা নির্দিষ্ট করে উলেস্নখ করেননি ওই কর্মকর্তা। তিনি বলেন, 'চীন তাদের সেনা সংখ্যা বৃদ্ধি করায় এমন পদক্ষেপ নিয়েছি আমরা।' ওই কর্মকর্তা আরও বলেন, ভারতীয় সেনাবাহিনী খুব ভালোভাবে প্রস্তুত আছে। তবে নতুন করে উত্তেজনা কিংবা দীর্ঘায়িত সংঘাত চায় না দিলিস্ন। শীতকালে লাদাখের তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমে যায়। তাছাড়া সেনা সদস্যদের প্রায়ই সাড়ে চার হাজার মিটার উচ্চতায় মোতায়েন থাকতে হয়। সেখানে অক্সিজেনের বিপুল ঘটতি রয়েছে। এছাড়া প্রতি শীত মৌসুমে অন্তত চার মাস তুষারে ঢাকা থাকে লাদাখের পাহাড়ি রাস্তাগুলো। এসব কথা মাথায় রেখে এরই মধ্যে ওই অঞ্চলে দেড় লাখ টনের বেশি সরঞ্জামাদি স্থানান্তর করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারত নিয়ন্ত্রিত লাদাখের মূল শহর লেহ্‌'র আকাশে বুধবার সকাল থেকেই মহড়া দেয় দেশটির যুদ্ধবিমান। পার্বত্য শহরটির উপত্যকা জুড়ে গর্জন করে উড়ে যায় দেশটির বিমানবাহিনীর একাধিক যুদ্ধবিমান। এদিকে, ভারতের দুই কর্মকর্তা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, লাদাখের বিরোধপূর্ণ সীমান্তের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক বসাচ্ছে চীনা বাহিনী। তাদের দাবি, এর মাধ্যমে সম্মুখসারির চীনা সেনা সদস্যরা পেছনে থাকা ঘাঁটির সঙ্গে নিরাপদ যোগাযোগ স্থাপনে সক্ষম হবে। যুদ্ধ কিংবা শান্তি উভয়ের জন্যই প্রস্তুত চীন এদিকে, ভারতের সঙ্গে উত্তেজনা নিরসনে বেইজিং যুদ্ধ কিংবা শান্তি উভয় রাস্তা খোলা রেখেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'গেস্নাবাল টাইমস'। ভারতের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রাখা বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানানো হয়েছে। নিবন্ধে বলা হয়, রাজনাথের বক্তব্যের মতোই সম্প্রতি সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি ঢিলেঢালা হয়ে পড়েছে। চীনা সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণেই তা সম্ভব হয়েছে।