টিকা নিয়ে সিডিসির সঙ্গে ট্রাম্পের দ্বিমত

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরার ওপর গুরুত্ব এবং ভ্যাকসিন হাতের নাগালে পাওয়া নিয়ে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে বুধবার দ্বিমত পোষণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিন থেকে চার সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবে মার্কিনিরা। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড জানান, ২০২১ সালের মাঝামাঝি সময়ের আগে টিকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। করোনা প্রতিরোধে আপাতত মাস্ক পরে থাকাকেই সমাধান বলে মনে করছেন তিনি।কিন্তু ট্রাম্প বলেছেন, শিগগিরই ভ্যাকসিন আসবে। সংবাদসূত্র : রয়টার্স