ইংল্যান্ডে করোনা রোগী বেড়েছে, ফের বিধিনিষেধ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ইংল্যান্ডে নতুন করে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ১৬৭ শতাংশ বেড়েছে। ফলে ২০ লাখ মানুষের জন্য নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) 'টেস্ট অ্যান্ড ট্রেস স্কিম'র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি করোনার নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা এবং ফল পেতে বিলম্ব হওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। এনএইচএস-এর 'টেস্ট অ্যান্ড ট্রেস স্কিম' জানাচ্ছে, বিগত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে ব্যক্তি হিসেবে দৈনিক করোনার নমুনা পরীক্ষার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। এছাড়া বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার সময়সীমাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এনএইচএস জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকে করোনা পজিটিভ মানুষের সংখ্যা বাড়ছেই এবং মে মাসে 'টেস্ট অ্যান্ড ট্রেস সিস্টেপ' চালুর পর সেই সংখ্যা এখন দ্বিগুণ হয়েছে। আক্রান্ত বৃদ্ধির কারণে উত্তর-পূর্ব ইংল্যান্ডের ২০ লাখ মানুষের জন্য নতুন করে বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এই অঞ্চলে এক পরিবার আরেক পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে না এবং পাবগুলো পুনরায় বন্ধ করে দেওয়া হবে।