তাইওয়ান প্রণালির কাছে চীনের সামরিক মহড়া

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন দূতের তাইওয়ান সফরের মাঝেই সামরিক মহড়া শুরু করেছে চীন। শুক্রবার থেকে তাইওয়ান প্রণালির কাছে এই 'লাইভ ফায়ার এক্সারসাইজ' শুরু হয়েছে। কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ তাইওয়ানে দুই দিনের সফরে গেছেন। শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে তার বৈঠক হয়েছে। সংবাদসূত্র : বিবিসি বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে তাইওয়ান প্রণালিতে এই সামরিক মহড়ার আয়োজন করেছে চীন। সম্প্রতি স্বশাসিত এই দ্বীপের প্রতি মার্কিন সমর্থন বৃদ্ধি পেয়েছে। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিজেদের ভূখন্ড বলে মনে করে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গুওকিয়াং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের বিরুদ্ধে অশুভ আঁতাত ও বারবার ঝামেলা পাকানোর অভিযোগ করেছেন। তবে তিনি মার্কিন দূত কেইথের সফরের বিষয়ে কোনো কথা উলেস্নখ করেননি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেন গুওকিয়াং চীনকে নিয়ন্ত্রণে তাইওয়ানকে ব্যবহার, অথবা নিজেদের গড়ে তোলার জন্য বিদেশিদের ওপর নির্ভরতাকে অবাস্তব ভাবনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যারা আগুন নিয়ে খেলবেন, তারা জ্বলে যাবেন। সামরিক মহড়ার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি রেন। তাইওয়ান প্রণালিতে এই মহড়ায় চীনের 'পিপলস লিবারেশন আর্মি'র পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড অংশ নিয়েছে। মহড়ার বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও রেন বলেন, চীনা মূল ভূখন্ডের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় এই মহড়া প্রয়োজনীয় এবং বৈধ। এর আগে, গত সপ্তাহে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃহৎ পরিসরে দুই দিনের মহড়া পরিচালনা করে চীনা সামরিক বাহিনী।