প্রকাশ | ২৯ জুন ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মরক্কোতে মহসিন ফিকরি নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে আবারও বিক্ষোভে ফেটে পড়েছে সবর্স্তরের মানুষ। ওই হত্যাকাÐে জড়িতদের বিচারের দাবিতে ২০১৬ সালের অক্টোবর ও ২০১৭ সালের জুন মাসেও ব্যাপক বিক্ষোভ হয়েছিল। উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ অক্টোবর মহসিন ফিকরি তার মাছ বাজেয়াপ্ত করার প্রতিবাদে বজর্্য ধ্বংস করার ট্রাকে উঠে পড়েছিলেন। তখন বাজেয়াপ্ত মাছের সঙ্গে তাকেও পিষে মারা হয়। পরবতীর্ সময়ে সেই ঘটনার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন দানা বঁাধে। ছবিটি বুধবার রাজধানী রাবাত থেকে তোলা Ñআউটলুক ইনডিয়া