ম্যাটিসকে জিনপিং চীন এক ইঞ্চি মাটিও ছাড় দেবে না

প্রকাশ | ২৯ জুন ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পূবর্সূরীদের ছেড়ে যাওয়া অঞ্চলের এক ইঞ্চি মাটিও বেইজিং ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিংয়ের গ্রেট হলে মাকির্ন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে এক বৈঠকে নিজেদের সাবের্ভৗমত্ব প্রশ্নে তিনি এ কথা বলেন। সংবাদসূত্র : বিবিসি দক্ষিণ চীন সাগরের বিতকির্ত অঞ্চলে চীনের অব্যাহত সামরিক শক্তি বৃদ্ধির কঠোর সমালোচক ম্যাটিস। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরোধিতা এতটাই তীব্র যে, ম্যাটিসের সফরকালে শুরু হতে যাওয়া বহুদেশীয় নৌবাহিনীর মহড়া অনুষ্ঠানে চীনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে মাকির্ন নৌবাহিনী। স্বায়ত্তশাসিত তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চুক্তি নিয়েও এর আগে অসন্তোষ প্রকাশ করেছিল চীন। বেইজিংয়ের দাবি, তাইওয়ান চীনের মূল ভ‚খÐের অবিচ্ছেদ্য অংশ। শি জিনপিং বুধবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের যৌথ স্বাথর্ বিষয়গুলোতে মতবিরোধ থাকলে এগুলো দূর করা সম্ভব। কিন্তু আঞ্চলিক ইস্যুতে কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘আমাদের পূবর্পুরুষদের ছেড়ে যাওয়া ভ‚মির এক ইঞ্চি অংশও আমরা হারাতে পারবো না। অন্যরা যা চায়, আমরা তা মোটেও চাই না।’