শুক্রকে নিজেদের গ্রহ দাবি করেছে রাশিয়া

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
কর্তৃত্বের সীমা আর পৃথিবীর মধ্যে আটকে থাকছে না। ভিনগ্রহের ওপরও নজর পড়েছে শক্তিশালী রাষ্ট্রগুলোর। তারই ধারাবাহিকতায় এবার শুক্র গ্রহের ওপর নিজেদের কর্তৃত্ব দাবি করেছে রাশিয়া। দেশটি বলছে, শুক্র হলো রুশ গ্রহ! সংবাদসূত্র :সিএনএন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা 'তাস'র প্রতিবেদন অনুযায়ী, রুশ মহাকাশ গবেষণা সংস্থা 'রসকসমস'র প্রধান দিমিত্রি রোগোজিন চলতি সপ্তাহে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বপরিকল্পিত শুক্র অভিযান 'ভেনেরা-ডি' ছাড়াও তার দেশ নতুন করে শুক্র গ্রহে নিজেদের আরও একটি অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। মস্কোয় হেলিকপ্টার শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী 'হেলিরাশিয়া-২০২০' নাম আয়োজনে গত মঙ্গলবার তিনি এসব কথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, 'শুক্রে পুনরায় অনুসন্ধান আমাদের নির্ধারিত কর্মসূচির অন্তর্ভুক্ত। আমরা মনে করি, শুক্র রাশিয়ার একটি গ্রহ, সুতরাং আমাদের পিছিয়ে থাকা উচিত নয়।' শুক্র গ্রহে পৃথিবীর মতো ফসফিন গ্যাসের অস্তিত্ব শনাক্তের পর গ্রহটিতে প্রাণের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে- সম্প্রতি একদল বিজ্ঞানী এটা জানানোর পরই শুক্রকে নিজেদের দাবি করল রাশিয়া। শুক্রের আয়তন পৃথিবীর সমান। পৃথিবী থেকে দূরত্ব সবচেয়ে কম হওয়া শুক্রকে আমাদের প্রতিবেশী গ্রহ বলা হয়।