শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
মন্তব্য জো বাইডেনের

করোনায় প্রতিটি মৃত্যু দায় নিতে হবে ট্রাম্পকেই

যাযাদি ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ২২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৬

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন মন্তব্য করেছেন, 'করোনায় প্রতিটি মৃতু্যর দায় প্রেসিডেন্ট ট্রাম্পকেই নিতে হবে। তিনি যদি শুরু থেকেই তার দায়িত্ব পালন করতেন, তাহলে করোনায় আক্রান্ত হয়ে এত মানুষের মৃতু্য হতো না।' সংবাদসূত্র : বিবিসি বাইডেন অভিযোগ করে বলেন, 'শেয়ার বাজার ও নির্বাচন ছাড়া ট্রাম্পের আর কোনো কিছু নিয়ে মাথাব্যথা নেই। কাজেই এমন এক ব্যক্তির প্রেসিডেন্টের দায়িত্ব পালনের যোগ্যতা নেই।' করোনায় সরাসরি ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে ট্রাম্পকে ক্ষমতা ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বাইডেন বলেন, করোনাভাইরাসকে সামাল দিতে ব্যর্থতার দায় স্বীকার করে ট্রাম্পের উচিত পদত্যাগ করা। পেনিসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সভায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিটি মৃতু্যর জন্য দায়ী ট্রাম্প। যুক্তরাষ্ট্রে টানা কয়েক সপ্তাহ আক্রান্ত ও মৃতের সংখ্যা কম থাকার পর গত সপ্তাহ থেকে আবারও বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। আর মারা গেছে দুই লাখ তিন হাজারের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে