জাপানে ভ‚মিকম্পে বাড়ছে মৃতের সংখ্যা নিখেঁাজ অনেকে

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জাপানের হোক্কাইদো দ্বীপে শক্তিশালী ভ‚মিকম্পে নিখেঁাজদের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকমীর্রা। সুপার টাইফুন ‘জেবি’র আঘাতে তছনছ হওয়ার দুইদিনের মাথায় হওয়া ৬ দশমিক ৭ মাত্রার ভ‚মিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পেঁৗছেছে। সংবাদসূত্র : বিবিসি গত বৃহস্পতিবার ভোরের দিকে আঘাত হানা ওই ভ‚মিকম্পের পর থেকেই হাজার হাজার লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এখনো অন্তত কয়েক ডজনের খেঁাজ না মেলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভ‚মিকম্পের পর সৃষ্ট ভ‚মিধসের ফলে নিখেঁাজদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে কতৃর্পক্ষের ধারণা। হোক্কাইদোর প্রায় ১৬ লাখ বাসিন্দা এখনো বিদ্যুৎহীন। পশ্চিম উপক‚লে শক্তিশালী টাইফুন আঘাত হানার কয়েকদিনের মাথায় দেখা দেয়া এ দ্বিতীয় এ প্রাকৃতিক দুযোের্গ প্রশান্ত মহাসাগরীয় দেশটি বিপযর্স্ত হয়ে পড়েছে। ভ‚মিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব গ্রাম, তার মধ্যে আতসুমাও আছে। ভ‚মিধসের পর সেখানকার সড়ক ও বাড়িঘরগুলোও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামনের বেশ কয়দিন আবহাওয়া পরিস্থিতি খারাপ যেতে পারে জানিয়ে জনগণকে এজন্য সতকর্ ও প্রস্তুত থাকার পরামশর্ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। শুক্রবার থেকে হোক্কাইদোর মূল বিমানবন্দরের কাজ ফের শুরু হয়েছে। রোববারের আগেই ট্রেন যোগাযোগও চালু হবে বলে ধারণা করা হচ্ছে।