লাদাখ সংকটের সমাধান এখনো অধরা

ষষ্ঠ দফায় দুই পক্ষের বৈঠক

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
একে একে ছয় দফায় বৈঠকে বসেও লাদাখ সংকটের সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি ভারত ও পাকিস্তান। সোমবার ষষ্ঠবারের মতো লাদাখ নিয়ে বৈঠকে বসেছিলেন দুই দেশের লেফটেন্যান্ট জেনারেল স্তরের কর্মকর্তারা। তাদের সঙ্গে এই প্রথম সেখানে হাজির ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। কিন্তু তারপরেও কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘ বৈঠকের পরে দুই পক্ষ যে যৌথ বিবৃতি দিয়েছে, তাতে সমাধানসূত্রের কোনো উলেস্নখ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদসূত্র :ডয়চে ভেলে, এনডিটিভি গত এপ্রিল-মে মাস থেকে লাদাখে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। জুন মাসের মাঝামাঝি সময়ে গালওয়ান অঞ্চলে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বস্তুত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। বরং বেড়েছে। গত ১০ সেপ্টেম্বর মস্কোর অধিবেশনে বৈঠকে বসেছিলেন ভারত এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী। প্রায় দুই ঘণ্টার বৈঠকের পরে তারা পাঁচ ধাপে সমাধানের রাস্তা মিলবে বলে যৌথভাবে জানিয়েছিলেন। তারই জেরে সোমবার লাদাখে ভারত-চীন সীমান্তে বৈঠকে বসেন দুই পক্ষের সেনা কর্মকর্তারা। এবং সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। সূত্র জানাচ্ছে, দীর্ঘ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। ভারত চীনের বিরুদ্ধে দেশের নাগরিকদের অপহরণের অভিযোগও পর্যন্ত তুলেছে। উলেস্নখ্য, কয়েক দিন অরুণাচল থেকে নিখোঁজ হয়েছিলেন পাঁচজন। পরে অবশ্য চীন তাদের ভারতে ফেরতও পাঠিয়ে দেয়। সোমবারের বৈঠকের শেষে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, এমন কিছু করা হবে না, যাতে সমস্যা আরও বাড়ে। বিশেষজ্ঞদের বক্তব্য, এত দিন ধরে লাদাখ সমস্যা চলার পরে, সীমান্তে গুলি চলার পরে এই বিবৃতির কোনো অর্থই হয় না।