পুতিনের সমালোচক

হাসপাতাল থেকে ছাড়া পেলেন নাভালনি

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
অ্যালেক্সি নাভালনি
রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগে অসুস্থ হয়ে কোমায় চলে যাওয়ার পর জার্মানির বার্লিনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাভালনির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বার্লিনের দ্য চ্যারিটি হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন রাশিয়ার বিরোধীদলীয় এই নেতা। যেখানে তাকে কারও সহায়তা ছাড়াই একাই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই ছবি পোস্ট করে তিনি বলেন, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সব সুযোগ চিকিৎসকরা তাকে দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের নির্দেশে নাভালনিকে বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগের অভিযোগ তুলেছে তার দল। তবে ক্রেমলিন দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গত ২০ আগস্ট রাশিয়ার বিরোধীদলীয় এই নেতা সাইবেরিয়ায় বিমানের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন। পরে জার্মানির রাজধানী বার্লিনের দ্য চ্যারিটি হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই হাসপাতালে ৩২ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন ৪৪ বছর বয়সি নাভালনি। এরমধ্যে ২৪ দিনই ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এতে বলা হয়েছে, রোগীর বর্তমান অবস্থা ও শারীরিক উন্নতি বিবেচনায় চিকিৎসকরা মনে করেন, তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব। সংবাদসূত্র : বিবিসি নিউজ