সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সৌদির কাছ থেকে কোটি ডলার নিয়েছেন বেøয়ার যাযাদি ডেস্ক সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বেøয়ারের প্রতিষ্ঠিত এনজিও সৌদি আরবের কাছ থেকে কোটি ডলার গ্রহণের ঘটনা সামনে আসার পর এই অনুসন্ধান শুরু হয়েছে। ‘টনি বেøয়ার ইন্সটিটিউট’ কতৃর্ক প্রকাশিত হিসাব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের কাছ থেকে প্রতিষ্ঠানটি এক কোটি ২০ লাখ ডলার তহবিল পেয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা এই অথের্র যোগানদাতা হিসেবে মিডিয়া ইনভেস্টমেন্ট লিমিটেড নামের প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছে। এই প্রতিষ্ঠানটি আবার সৌদি রিসাচর্ অ্যান্ড মাকেির্টং গ্রæপের একটি সহযোগী সংগঠন। বেøয়ার ইন্সটিটিউটের জুলাই মাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে। সৌদি আরবকে আধুনিকায়নে সহযোগিতার জন্য এই চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রতিষ্ঠানটির জন্য এটাই সবচেয়ে বড় ধরনের চুক্তি। ২০১৬ সালে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন বেøয়ার। প্রতিষ্ঠানটি বলেছে, সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর বৈধ। তারা দাবি করছে, সাবেক প্রধানমন্ত্রী বেøয়ার সৌদি আরবের এই অথের্র কোনো অংশই গ্রহণ করেননি। টনি বেøয়ারের এনজিওতে সৌদি অথের্র আগমন এবং ইয়েমেনে সৌদি জোটের অভিযানকে তার সমথর্ন করায় ঘটনাটি সমালোচনার জন্ম দিয়েছে। সংবাদসূত্র : টেলিগ্রাফ রাশিয়া সম্মেলন যাচ্ছেন শি জিনপিং আমন্ত্রণ কিমকেও যাযাদি ডেস্ক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়ায় অনুষ্ঠেয় একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারাও যোগ দিতে পারেন। ভøাদিভস্তকে আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পযর্ন্ত অনুষ্ঠেয় ‘ইস্টানর্ ইকোনমিক ফোরাম’র সম্মেলনে অংশ নিতে কিমকে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তবে তিনি এই সম্মেলনে তার অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেননি। জিনপিংয়ের সফরের কথা জানাতে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের কমর্কতার্রা এই সম্মেলন চলাকালে অন্যান্য নেতার সঙ্গে জিনপিংয়ের সাক্ষাতের পরিকল্পনার ব্যাপারে কোনো মন্তব্য করেননি। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝং হানহুই সাংবাদিকদের বলেন, ‘অন্য দেশের পক্ষ থেকে কোনো প্রস্তাব পেলে চীন তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।’ উত্তর কোরিয়ার পারমাণবিক কমর্সূচির কারণে জাতিসংঘের আরোপিত অবরোধে সমথর্ন দেয়ায় ক্ষতিগ্রস্ত সম্পকর্ ঠিক করতে এই দুটি দেশ চেষ্টা চালানোয় চলতি বছর চীনে জিনপিং ও কিম তিনবার সাক্ষাৎ করেন। সংবাদসূত্র : এএফপি অনলাইন মেক্সিকোয় আরেকটি গণকবরের সন্ধান যাযাদি ডেস্ক মেক্সিকোর পূবের্র প্রদেশ ভেরাক্রুজে একটি গণকবরে অন্তত ১৬৬টি মাথার খুলি এবং শরীরের অন্যান্য অংশ পাওয়া গেছে। গণকবরটি অন্তত দুই বছরের পুরনো। তবে প্রদেশের ঠিক কোথায় গণকবরটি পাওয়া গেছে, নিরাপত্তার স্বাথের্ তা জানানো হয়নি। ভেরাক্রুজে মাদক পাচারকারীরা অত্যন্ত সক্রিয় এবং আধিপত্য বিস্তার নিয়ে এখানে প্রায় হত্যাকাÐ হয়। এর আগে ভেরাক্রুজে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। অনেক বছর ধরে মাদক পাচারকারীরা প্রতিদ্ব›দ্বী দলের সদস্যদের হত্যার পর এখানে মৃতদেহ মাটি চাপা দিয়ে আসছে। গত বছর মাচের্ এখানে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া যায়, যেখান থেকে প্রায় আড়াইশ মাথার খুলি উদ্ধার করা হয়। নতুন গণকবরে মাথার খুলি ও হাড়গোড় ছাড়াও আরও প্রায় ২০০ রকমের কাপড়, শতাধিক পরিচয়পত্র এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। ওই কবরে আরও মৃতদেহ থাকতে পারে বলে রাসায়নিক বিশেষজ্ঞারা এখনো সেখানে কাজ করছেন। সংবাদসূত্র : বিবিসি যুক্তরাষ্ট্রে ব্যাংকে গুলিতে চারজন নিহত যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে এক ভারতীয়সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পঁাচজন। পরে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। সিনসিনাটি পুলিশ জানায়, ব্যাংক ভবনের অথর্ খালাসের জায়গায় প্রথমে গুলি শুরু করে ওই বন্দুকধারী। পরে ব্যাংকের লবিতে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালায়। এ সময় বন্দুকধারী ও পুলিশ সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। তবে ওই বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন, নাকি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলাকারীর পরিচয় ও তার উদ্দেশ্য সম্পকের্ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিনসিনাটির মেয়র জানান, বন্দুকধারী নিরীহ ব্যক্তিদের তার শিকারে পরিণত করেন। ঘটনাটি ছিল খুব ভায়নক। সংবাদসূত্র : আল-জাজিরা