কৃষ্ণাঙ্গ নারী হত্যা যুক্তরাষ্ট্রের লুইভিলে বিক্ষোভ, গুলিবিদ্ধ দুই পুলিশ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ছয় মাস আগে এক অভিযানে কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরের মৃতু্যর ঘটনায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ না আনায় বিক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইভিল। বুধবার রাতে শহরটির বিভিন্ন অংশে কয়েক হাজার বিক্ষোভকারীর প্রতিবাদের মধ্যেই দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধও হয়েছেন। সংবাদসূত্র : বিবিসি গুলিবিদ্ধ দুই কর্মকর্তার অবস্থাই আশঙ্কামুক্ত। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ব্রেওনা টেইলর হত্যাকান্ডে পুলিশ সদস্যদের অভিযুক্ত করা হবে কিনা, এ বিষয়ক সিদ্ধান্ত ঘোষণার আগেই শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় বুধবার সেখানে 'ন্যাশনাল গার্ড' বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। মেয়র গ্রেগ ফিশার রাত ৯টা থেকে পরদিন ভোর সাড়ে ৬টা পর্যন্ত কারফিউ জারি করলেও অনেক এলাকায় রাত ৯টার পরও হাজার হাজার বিক্ষোভকারীদের দেখা গেছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশির পরে বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানান। তিনি বলেন, 'আমরা জানি, সহিংসতার জবাব কখনোই সহিংসতা হতে পারে না। আমরা এখন ওই দুই কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের কথা ভাবছি।'