'ওয়ার্ক ফ্রম হোম' থেকেই যাবে

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী বিল গেটসের মনে করেন, করোনা চলে গেলেও 'ওয়ার্ক ফ্রম হোম' (ঘরে বসে কাজ) আরও দীর্ঘদিন থেকে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম 'দি ইকোনমিক টাইমস' আয়োজিত একটি অনলাইন 'বিজনেস সামিটে' অংশ নিয়েছিলেন বিল গেটস। সেখানেই তিনি বলেন, 'মানুষ যেভাবে ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতির সঙ্গে মানিয়ে কাজের গতি ধরে রেখেছে তা অসাধারণ। আশা করছি, মহামারি পরিস্থিতি কেটে গেলেও এই কর্মসংস্কৃতি বজায় থাকবে।' মাইক্রোসফটের সাবেক প্রধান বলেন, করোনা মহামারি চলে গেলে আরও একবার ভাবা দরকার, অফিসে কতক্ষণ কাটানো উচিত- ২০, ৩০ নাকি ৫০ ভাগ সময়। অনেক প্রতিষ্ঠানই চাইবে কর্মীরা ৫০ শতাংশের কম সময় অফিসে কাটান। আবার অনেকেই পুরোনো অভ্যাসে ফিরে যেতে চাইবে। সংবাদসূত্র : ইনডিয়া টাইমস