সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন কিম যাযাদি ডেস্ক দক্ষিণ কোরিয়ার এক মৎস্য কর্মকর্তাকে গুলি করে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। 'বস্নু হাউস' (দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয়) থেকে এক বিবৃতিতে বলা হয়, কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের কাছে পাঠানো চিঠিতে বারবার এ ঘটনা ঘটা উচিত হয়নি বলেছেন। কিম প্রেসিডেন্ট মুনকে আনুষ্ঠানিকভাবে পাঠানো ওই চিঠিতে লেখেন, তিনি মুন এবং দক্ষিণ কোরিয়ার জনগণের কাছে 'গভীর দুঃখ' প্রকাশ করছেন। এ ঘটনায় তিনি 'অত্যন্ত হতাশ' হয়েছেন। দক্ষিণ কোরিয়া জানায়, নিহত ৪৭ বছরের ওই ব্যক্তি সম্ভবত পালিয়ে উত্তর কোরিয়া চলে যেতে চেয়েছিলেন। কিন্তু উত্তর কোরিয়ার সেনারা নিজেদের জলসীমায় তাকে ভাসতে দেখে গুলি করে এবং মৃতদেহ জ্বালিয়ে দেয়। দুই কোরিয়ার সীমান্তে এমনিতে কঠোর পাহারা থাকে। করোনাভাইরাস মহামারির মধ্যে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রবেশ আটকাতে উত্তর কোরিয়া খুব সম্ভবত সীমান্তে 'গুলি করে হত্যার' নীতি গ্রহণ করেছে। যাতে বাইরে থেকে মানুষের প্রবেশ আটকানো যায়। প্রেসিডেন্ট মুনের কাছে পাঠানো চিঠিতে উত্তর কোরিয়া এ ঘটনা নিয়ে তাদের তদন্ত প্রতিবেদনও পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিকে ১০টির বেশি গুলি করা হয়েছে। ওই ব্যক্তি উত্তর কোরিয়ার জলসীমায় প্রবেশের পর নিজের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সংবাদসূত্র : বিবিসি ব্রাজিলে সাম্বা নাচের উৎসব স্থগিত যাযাদি ডেস্ক করোনাভাইরাস মহামারির কারণে রিও ডি জেনিরোর বিখ্যাত 'কার্নিভাল প্যারেড' অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী বছর ফেব্রম্নয়ারিতে এ উৎসব হওয়ার কথা ছিল। প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত এ কার্নিভালে যোগ দিতে রিও ডি জেনিরো যান। সেখানকার সাম্বা স্কুলগুলো এ উৎসবের আয়োজন করে। কিন্তু করোনা মহামারির কারণে এবারের কার্নিভাল আয়োজন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন আয়োজকরা। বৃহস্পতিবার আয়োজকরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কোভিড-১৯ মহামারি ?মারাত্মক প্রাণঘাতী রূপে ছড়িয়ে পড়েছে। রোগ শনাক্তের দিক দিয়ে তালিকায় তিন নম্বরে থাকা ব্রাজিল এ রোগে দ্বিতীয় সর্বোচ্চ মৃতু্য দেখেছে। সেখানে এই ভাইরাস প্রায় এক লাখ ৪০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। রিও কার্নিভাল স্থগিতের ঘোষণা আসার আগেই সাও পাওলো কার্নিভাল প্যারেড আট মাসের জন্য স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ব্রাজিলের জিডিপিতে পর্যটন খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর দেশটিতে পর্যটক আকর্ষণের অন্যতম এসব কার্নিভাল প্যারেড। অনেক পরিবার কার্নিভালের ওপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করে। কার্নিভাল আয়োজন না হলে ওই সব পরিবারগুলোর আয় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি