বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
যুক্তরাষ্ট্রে বিচারপতি মনোনয়ন

দুই শিবিরে তিক্ত লড়াইয়ের শঙ্কা

সুপ্রিম কোর্টের বিচারপতি পদে রক্ষণশীল ব্যারেটকে মনোনয়ন ট্রাম্পের বিচারপতি নিয়োগে শুনানি শুরু হবে অক্টোবরে
যাযাদি ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
অ্যামি কোনি ব্যারেট, বাঁমে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি পদে ফেডারেল আপিল বিভাগের রক্ষণশীল বিচারক অ্যামি কোনি ব্যারেটকে শনিবার মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যামির নিয়োগ দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ভোটে নিশ্চিত হলে তিনিই সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই মনোনয়ন নিশ্চিত করা নিয়ে সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে তিক্ত লড়াই শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স, সিএনএন শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে অ্যামির প্রতি সমর্থন জানিয়ে তাকে 'অতুলনীয় কৃতিত্বের অধিকারী নারী' বলে বর্ণনা করেন ট্রাম্প। নিজের মনোনীত হিসেবে বিচারক অ্যামির নাম ঘোষণা করে ট্রাম্প তাকে 'সংবিধানের প্রতি দৃঢ়ভাবে অনুগত বড় মাপের বিদুষী ও বিচারক' বলেও অভিহিত করেন। এদিকে, ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই নতুন বিচারপতির নিয়োগ নিশ্চিত করতে সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন 'যুক্তরাষ্ট্রের জনগণ পরবর্তী প্রেসিডেন্ট ও কংগ্রেসকে নির্বাচিত না করা পর্যন্ত এই শূন্য পদ (সুপ্রিম কোর্টের) নিয়ে পদক্ষেপ' না নেওয়ার জন্য সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন। ৪৮ বছর বয়সি অ্যামি কোনি ব্যারেট ধর্মীয় রক্ষণশীলদের পছন্দনীয় ব্যক্তিত্ব। ২০১৭ সালে ট্রাম্প শিকাগোভিত্তিক সপ্তম ইউএস সার্কিট আপিল কোর্টে অ্যামিকে নিয়োগ দিয়েছিলেন। এবার নিয়োগ নিশ্চিত হলে অ্যামি হবেন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগকৃত তৃতীয় বিচারপতি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান বেড়ে দাঁড়াবে ৬-৩ এ। এমন হলে আগামী কয়েক দশকের জন্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের অনুকূলে থাকার সুবিধা পেয়ে যাবে রিপাবলিকানরা। কারণ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকরা আমৃতু্য এ পদে থাকার সুযোগ পান। ফলে ডেমোক্রেটসহ নানা নাগরিক অধিকার নিয়ে সোচ্চার যুক্তরাষ্ট্রের উদারনৈতিক গোষ্ঠীগুলো অ্যামির এ নিয়োগ নিয়ে উদ্বিগ্ন। গত ১৮ সেপ্টম্বরে ওয়াশিংটন ডিসিতে মৃতু্য হয় বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতি ছিলেন তিনি। সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতিও ছিলেন গিন্সবার্গ। তার মৃতু্যতে সর্বোচ্চ আদালতের খালি হওয়া বিচারপতির আসন পূরণ নিয়ে ডেমোক্রেট আর রিপাবলিকানদের রাজনৈতিক বিরোধ দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তড়িঘড়ি এ পদ পূরণ করতে চাইছেন আর ডেমোক্রেটরা এ প্রক্রিয়া পেছাতে চান। গিন্সবার্গের উত্তরসূরি নিয়োগে ট্রাম্পের তাড়াহুড়ায় শঙ্কিত ডেমোক্রেটরা। তাদের ভাষ্য, রিপাবলিকানরা এমন একজনকে মনোনয়ন দিয়েছেন, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা কয়েক দশকের জন্য নিশ্চিত করে ফেলতে পারে। মনোনীত বিচারপতি নিয়োগের শুনানি অক্টোবরে এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে চূড়ান্ত করার প্রশ্নে ১২ অক্টোবর থেকে সিনেটে শুনানি শুরু হতে যাচ্ছে। ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে সিনেটে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ ভোটাভুটি হবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ৯ জন বিচারক আমৃতু্য নিয়োগ পান। তাদের রুলিং দেশটির সরকারি নীতিনির্ধারণে বড় ধরনের ভূমিকা রাখে। সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বলেন, 'তিন-চারদিনের প্রশ্নোত্তর পর্ব ও বক্তব্যের পর ১২ অক্টোবর থেকে শুনানি শুরু হবে।' এরপর ট্রাম্প বলেন, 'খুব দ্রম্নতই এ নিয়োগ হবে। আমরা নির্বাচনের আগেই তা করে ফেলতে চাইছি। সুতরাং বলা যায়, খুব দ্রম্নতই এটা হবে।' রিপাবলিকান শিবির নির্বাচনের আগেই বিচারপতির নিয়োগ চূড়ান্ত করতে চাইলেও ডেমোক্রেটরা চায় ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর হোক এই নিয়োগ। বর্তমানে মার্কিন সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। এদের মধ্যে মাত্র দুই রিপাবলিকান সিনেটর নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের বিরুদ্ধে মত দিয়েছেন। ফলে ৩ নভেম্বরের আগে অ্যামি কোনি ব্যারেটের নিয়োগ নিশ্চিত করতে ক্ষমতাসীনদের সামনে খুব একটা বাধা থাকার কথা নয়। তার নিয়োগের পর সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতির মধ্যে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা ৬-৩ ব্যবধানে পৌঁছাবে। ৪৮ বছরের ব্যারেটের নিয়োগ নিশ্চিত হলে তিনি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে