করোনা :ভারতে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৬০ লাখ

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
সময়ের সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ দ্রম্নতগতিতে ছড়িয়ে পড়ছে ভারতে। এরই মধ্যে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৬০ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৬০০ জন এবং মারা গেছে এক হাজার ১২৪ জন। আর সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৯২ হাজার ৫৩২। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ আশার কথা হচ্ছে, দৈনিক সংক্রমণের চেয়ে সুস্থতার হার এখনো বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৯২ হাজার ৪৩ জন। এদিকে, এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে মৃতু্য হয়েছে ৯৪ হাজার ৫০৩ জনের। সংক্রমণ থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন। ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লাখ ৫৬ হাজার ৪০২। দেশটিতে এখন পর্যন্ত সুস্থতার হার ৮২ দশমিক ৪৬ শতাংশ এবং মৃতু্যহার ১.৫৮ শতাংশ। ভারতে গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণের চেয়ে সুস্থতার হার বেশি। দেশটির মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ এই পাঁচ রাজ্যেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এই পাঁচ রাজ্যেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত একদিনে এসব রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ১৭৬।