সংক্রমণ ৬০ লাখ পার

ভারতে করোনায় মৃতু্য ৯৫ হাজার ছাড়াল

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস মহামারিতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বিপর্যয়ের মুখে থাকা ভারতে সংক্রমিত রোগীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এই ভাইরাসে মৃতের সংখ্যাও দেশটিতে লাফিয়ে বাড়ছে। সংবাদসূত্র : রয়টার্স, এএফপি সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ১৭০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৬০ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। এছাড়া ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজার ৩৯ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারতে মারা গেছে ৯৫ হাজার ৫৪২ জন। দেশটিতে করোনায় মৃতের হার প্রায় এক দশমিক ছয় শতাংশ। গত মাসের শেষের দিক থেকে একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হতে শুরু করে ভারতে। চলতি মাসের প্রায় প্রত্যেকদিনই দেশটিতে ৮০ থেকে ৯০ হাজার মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত রোববার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাড়ি থেকে বের হলেই জনগণকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। বলেছেন, প্রত্যেক নাগরিকের জীবন বাঁচানোর জন্য এসবই গুরুত্বপূর্ণ অস্ত্র।