বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

জিনজিয়াংয়ে সঠিক কাজ

করা হচ্ছে :জিনপিং

যাযাদি ডেস্ক

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে তার সরকারের গৃহীত নীতি সম্পূর্ণ সঠিক বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। অথচ প্রদেশটির উইঘুর মুসলমানসহ সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনসহ গণহারে অন্তরীণ করে পুনঃশিক্ষা কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পরিসরে সমালোচনা দিন দিন বাড়ছেই।

মুসলমান সংখ্যাগরিষ্ঠদের প্রদেশ জিনজিয়াংয়ে ২০ লাখ উইঘুর ছাড়াও অন্যান্য সংখ্যালঘু জাতিসত্তার মানুষকে সাম্প্রতিক কয়েক বছর ধরে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। তাদের সেখানে 'রাজনৈতিক দীক্ষা' দেয়া হচ্ছে এবং মৌলবাদ দমনের নামের তাদের বিরুদ্ধে চালানো হচ্ছে অমানবিক নির্যাতন।

গত শনিবার শেষ হওয়া জিনজিয়াংয়ে দুই দিনের একটি সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, 'এই অঞ্চলে চীনের কৌশল সম্পূর্ণ সঠিক এবং দীর্ঘমেয়াদে অবশ্যই এমন কৌশল জারি থাকা প্রয়োজন।' সংবাদসূত্র : সিএনএন

নওয়াজ শরিফের ভাই

শেহবাজ গ্রেপ্তার

যাযাদি ডেস্ক

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর দলীয় প্রেসিডেন্ট ও পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফকে গ্রেপ্তার করেছে দেশটির 'ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি বু্যরো' (এনএবি)। অর্থপাচারের একটি মামলায় লাহোর হাইকোর্টে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পরপরই সোমবার গ্রেপ্তার হন তিনি।

মামলার শুনানিতে অংশ নেয়ার পর আদালত চত্বর থেকে গ্রেপ্তারের পর দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। মামলার শুনানির আগে আদালত চত্বরে পিএমএল-এন এর বহু কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন। গত সপ্তাহে লাহোর হাইকোর্ট শেহবাজের গ্রেপ্তার-পূর্ববর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করেছিল। সংবাদসূত্র : ডন

'নিরাপত্তা পরিষদে আর

স্থায়ী সদস্য নয়'

যাযাদি ডেস্ক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন কোনো স্থায়ী সদস্য গ্রহণের বিরোধিতা করেছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের জন্য নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের আগ্রহ প্রকাশ করার পর ইসলামাবাদ এই বিরোধিতার কথা জানাল।

বিশ্বসংস্থায় নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম বলেন, তার দেশ জাতিসংঘে সংস্কার আনার বিষয়টিকে সমর্থন করলেও স্থায়ী সদস্যপদ বাড়ানোর বিরোধী। এর পরিবর্তে পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ ১০ থেকে বাড়িয়ে ২০টি করার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদগুলো যাতে সমভাবে বণ্টন করার যায়, সেজন্য এসব পদের সংখ্যা বাড়ানো প্রয়োজন। রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা বাড়ালে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ছোট-বড় সব দেশ জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারবে।সংবাদসূত্র : পার্স টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113596 and publish = 1 order by id desc limit 3' at line 1