চীনে শিক্ষার্থীদের খাবারে বিষ মেশানোয় শিক্ষকের মৃতু্যদন্ড

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
শিক্ষার্থীদের বিষাক্ত খাবার খাওয়ানোর অভিযোগে চীনের একটি কিন্ডারগার্টেনের এক শিক্ষকের মৃতু্যদন্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়েছে। সংবাদসূত্র : বিবিসি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের হেনান প্রদেশের জিয়াওজু শহরের একটি কিন্ডারগার্টেনে সকালে এক ধরনের বিশেষ খাবার দেয়া হয়। গত বছর ওই স্কুলের ২৫ শিক্ষার্থী খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থী মারা যায়। এ ঘটনায় স্কুলের শিক্ষক ওয়াং ইউনকে গত বছর জিয়াওজু থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত বলেছে, সহকর্মী শিক্ষকের সঙ্গে কলহের প্রতিশোধ নিতে শিক্ষার্থীদের সকালের নাস্তায় সোডিয়াম নাইট্রেট মিশিয়ে দেন ওয়াং ইউন। গত বছরের ২৭ মার্চের এই ঘটনা চীনে ব্যাপক ক্ষোভ তৈরি করে এবং মুহূর্তের মধ্যে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়। তখন জানানো হয়, সকালের নাশতা খাওয়ার পর স্কুলটির ২৩ শিক্ষার্থী বমি এবং চেতনা হারিয়ে ফেলতে শুরু করে। শিক্ষক ইউন খাবারে বিষ মিশিয়েছেন অভিযোগ ওঠার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।