শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কৃষি আইন গুঁড়িয়ে দেওয়ার আহ্বান সোনিয়া গান্ধীর

যাযাদি ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

ব্যাপক বিক্ষোভের মুখে পড়া ভারতের কেন্দ্রীয় সরকার প্রণীত কৃষি আইন গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এছাড়া নতুন আইন প্রণয়নের কথা বিবেচনা করতেও কংগ্রেস শাসিত রাজ্যগুলোকে পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার দেশটির প্রধান বিরোধী দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানান সোনিয়া। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ

ভারতীয় সংবিধানের সুনির্দিষ্ট একটি ধারা ব্যবহার করে এই ধরনের আইন প্রণয়নের সুযোগ রয়েছে বিধানসভাগুলোর। এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রণীত ভূমি অধিগ্রহণ আইনের ক্ষেত্রে ২০১৫ সালে একই পথ অনুসরণ করতে রাজ্য সরকারগুলোকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

রাজ্যসভা ও রাজপথে ব্যাপক বিক্ষোভ এবং বিতর্ক সত্ত্বেও সম্প্রতি কৃষি সংক্রান্ত তিনটি আইন প্রণয়ন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে এরই মধ্যে এগুলো আইনে পরিণত হয়েছে।

তবে এসব আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ এখনো চলছে। বিক্ষোভের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে কংগ্রেস শাসিত রাজ্য পাঞ্জাব। এরই মধ্যে রাজ্যটির গুরুত্বপূর্ণ মিত্র আকালি দলের সমর্থন হারিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। আর কৃষকদের সঙ্গে সংহতি জানিয়ে সোমবারও ধারনায় বসেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরেন্দ্র সিং।

এমন প্রেক্ষাপটে সোমবার কংগ্রেসের এক বিবৃতিতে বলা হয়েছে, 'প্রেসিডেন্ট (সোনিয়া গান্ধী) কংগ্রেস শাসিত রাজ্যগুলোকে সংবিধানের ২৫৪(২) ধারা অনুযায়ী নতুন কৃষি আইন প্রণয়নের সম্ভাবনা খতিয়ে দেখতে বলেছেন। যাতে সংবিধানের আওতায় থেকেই কেন্দ্রীয় সরকারের প্রণীত কৃষিবিরোধী আইন রাজ্য সরকারগুলো এড়িয়ে চলতে পারে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'এর মাধ্যমে কংগ্রেস শাসিত রাজ্যগুলো দানবীয় তিন কৃষি আইনের সর্বনিম্ন সমর্থন মূল্য বিলোপসহ কৃষকবিরোধী অগ্রহণযোগ্য ধারাগুলো এড়িয়ে যেতে পারবে। এছাড়া এই পদক্ষেপের ফলে মোদি সরকার ও বিজেপি কৃষকদের সঙ্গে যে অন্যায় করেছে, তারও প্রশমন হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113692 and publish = 1 order by id desc limit 3' at line 1