সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মেহবুবা মুফতি
সুপ্রিম কোর্টের প্রশ্ন মেহবুবা আর কতদিন আটক থাকবেন? যাযাদি ডেস্ক ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আর কতদিন আটকে রাখা হবে, দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মঙ্গলবার এ ব্যাপারে কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনের কাছে জবাব চেয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। এক বছরের বেশি সময় ধরে বন্দি রয়েছেন পিডিপি নেত্রী তথা কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জননিরাপত্তা আইনে পিডিপি নেত্রীর বন্দি দশাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার মেয়ে ইলতিজা মুফতি। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই আবেদনেরই শুনানি হয়। গত বছরের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সময় থেকে অশান্তি পাকাতে পারে, এই অজুহাতে জননিরাপত্তা আইনে মেহবুবা মুফতি, ওমর আবদুলস্নাহসহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করা হয়। পরে তাদের গৃহবন্দি করে রাখা হয়। বাকিরা মুক্তি পেলেও এক বছরের বেশি সময় ধরে বন্দি মেহবুবা মুফতি। তার মুক্তি চেয়ে ভারতের শীর্ষ আদালতে গেছেন মেয়ে ইলতিজা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র ও কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চায়, 'একজনকে কতদিন ধরে আটক করে রাখা যেতে পারে? মেহবুবা মুফতিকে কতদিন বন্দি করে রাখতে চাইছেন?' প্রসঙ্গত, গত জুলাই মাসে মুফতিকে আটক করে রাখার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়। সংবাদসূত্র : এনডিটিভি অরেগনে গোলাগুলি সন্দেহভাজন নিহত যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যের সালেম শহরের একটি বাড়িতে কথিত জিম্মি পরিস্থিতিতে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন নিহত হয়েছে। সোমবারের এ ঘটনায় সেখানে 'আরও কয়েকজন নিহত' হলেও তাদের কোনো কর্মকর্তা আহত হননি বলে জানিয়েছে পুলিশ। ম্যারিওন কাউন্টি শেরিফ দপ্তরের সার্জেন্ট জেরেমি ল্যান্ডার্স জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে শেরিফ দপ্তরের ডেপুটিরা সালেমের দক্ষিণ-পূর্বাংশের এক বাসিন্দার ডাকে সাড়া দিতে যায় এবং একজন প্রশিক্ষণপ্রাপ্ত মধ্যস্থতাকারী সন্দেহভাজনের সঙ্গে ফোনে কথা বলেন। শেষ পর্যন্ত এ ঘটনায় ওই সন্দেহভাজনসহ বেশ কয়েকজন নিহত হয়। সংবাদসূত্র : রয়টাস