৭৫ জনকে মৃত্যুদÐ দিয়েছে মিসর

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
২০১৩ সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পক্ষে বিক্ষোভ করায় শনিবার ৭৫ জনকে মৃত্যুদÐ দিয়েছে মিসরের একটি আদালত। এ ছাড়া ছয় শতাধিক ব্যক্তিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদÐ দেয়া হয়েছে। সংবাদসূত্র : বিবিসি ২০১৩ সালে কায়রোর রাবা আদাউইয়া স্কোয়ারে সহিংসতা উসকে দেয়া ও হত্যার অভিযোগ আনা হয়েছিল মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন শীষর্ নেতা ও মুরসির সমথর্কসহ প্রায় ৭০০ ব্যক্তির বিরুদ্ধে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনেক বিক্ষোভকারীই সশস্ত্র ছিল এবং তারা নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে হত্যা করেছে। কায়রোর দক্ষিণে টোরা কারাগারে বসানো আদালতে ব্রাদারহুড নেতা এসাম আল-এরিয়ান ও মোহাম্মদ বেলতাগিসহ ৭৫ জনকে মৃত্যুদÐ দেয়া হয়েছে। আর মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদাউইসহ অধর্শতাধিককে যাবজ্জীবন এবং অন্যদের পঁাচ থেকে ১৫ বছরের কারাদÐ দেয়া হয়েছে। ২০১৩ সালের ১৪ আগস্ট রাবা আদাউইয়া স্কোয়ারে অবস্থান নেয়া মুরসি সমথর্কদের সরাতে নিবির্চারে গুলি ছুড়েছিল নিরাপত্তা বাহিনী। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিরাপত্তা বাহিনী আট শতাধিক লোককে হত্যা করেছিল বলে জানিয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ।