নিবার্চনে রুশ হস্তক্ষেপ

ট্রাম্পের সাবেক উপদেষ্টার কারাদÐ

ম মামলার ব্যয় নিয়ে বিদ্রƒপ ট্রাম্পের। বলেছেন, তেমন কোনো ষড়যন্ত্রের ঘটনাই ছিল না এটি

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক উপদেষ্টা জজর্ পাপাডোপুলোস
মিথ্যা সাক্ষ্য দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জজর্ পাপাডোপুলোসকে শুক্রবার ১৪ দিনের কারাদÐ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। পাপাডোপুলোসের বিরুদ্ধে দেয়া রায়ে কারাদÐ ছাড়াও ১২ মাসের শতার্ধীন মুক্তি, ২০০ ঘণ্টার কমিনিউটি সেবা ও ৯ হাজার ৫০০ মাকির্ন ডলার জরিমানা করা হয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নিবার্চনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তে এফবিআইকে মিথ্যা বলেছিলেন পাপাডোপুলোস। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্, এএফপি অনলাইন লন্ডনের একটি পাবে (মদের বৈধ দোকান) বেসামাল অবস্থায় বলে ফেলা তার কথার ভিত্তিতেই মূলত নিবার্চনে রাশিয়া হস্তক্ষেপ করে থাকতে পারে বলে প্রথম সন্দেহ করা হয় এবং এ অভিযোগে ট্রাম্পের সহযোগীদের মধ্যে তিনিই প্রথম গ্রেপ্তার হন। শুক্রবার ওয়াশিংটন ডিসি আদালতে পাপাডোপুলোস (৩১) নিজেকে একজন ‘দেশপ্রেমিক আমেরিকান’ বলে বণর্না করেন এবং বলেন, তিনি ভুলে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেন, প্রচারণা অভিযানে রাশিয়ার সঙ্গে সম্পকর্ উন্নয়নের বিষয়টি প্রাধান্য পায়। এদিন আদালতে পাপাডোপুলোস বলেন, এ ঘটনায় তার পুরো জীবন পাল্টে গেছে এবং তিনি আশা করছেন ‘নিজেকে শোধরাতে’ তাকে দ্বিতীয় সুযোগ দেয়া হবে। তিনি আরও বলেন, ‘রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের বৈশ্বিক প্রভাব আছে এবং সত্যি কী ঘটেছে, তা জানা অত্যন্ত গুরুত্বপূণর্।’ প্রেসিডেন্ট নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ‘স্পেশাল কাউন্সেল’ রবাটর্ মুলারের নেতৃত্বে ১৬ মাস ধরে চলা দীঘর্ তদন্তে পাপাডোপুলোসকে নিয়ে দুজনের বিরুদ্ধে কারাÐাদেশ দেয়া হলো। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ট্রাম্পের দুজন সাবেক শীষর্ সহকারী এই অপরাধে দোষী সাব্যস্ত হলেন। যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ২০১৬ সালে তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রাথীর্ ডোনাল্ড ট্রাম্পের নিবার্চনী প্রচারণা দলে স্বেচ্ছাসেবী বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে যোগ দেয়ার আগে লন্ডনভিত্তিক জ্বালানি বিশ্লেষক ছিলেন পাপাডোপোলাস। ট্রাম্পের নিবার্চনী প্রচারণা দলে যোগ দেয়ার কিছুদিনের মধ্যেই তিনি মাল্টার এক অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করেন। জোসেফ মিফজুড নামের ওই অধ্যাপক তাকে জানান, ট্রাম্পের ডেমোক্রেটিক প্রতিদ্ব›দ্বী হিলারি ক্লিনটনের হাজার হাজার ই-মেইল হস্তগত করেছে রাশিয়া। এরপর মিফজুডের মাধ্যমে পাপাডোপুলোস ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে এক নারীসহ অন্য রুশদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের যোগাযোগ রয়েছে। ওই নারী নিজেকে পুতিনের ভাতিজি দাবি করেন। উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে এফবিআই যখন পাপাডোপুলোসকে জিজ্ঞাসাবাদ করে, তখন তিনি মিথ্যা দাবি করে বলেন, ২০১৬ সালের মাচের্ প্রেসিডেন্টের দলে যোগ দেয়ার আগে তিনি রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আসলে তিনি ট্রাম্পের প্রচারণা দলে যোগ দেয়ার পরই ওই দুই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই মামলার ব্যয় নিয়ে বিদ্রƒপ করেছেন। রায়ের পর টুইটারে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘১৪ দিনে এই মামলার পেছনে দুই কোটি ৮০ লাখ মাকির্ন ডলার ব্যয় হয়েছে, দিনে ২০ লাখ মাকির্ন ডলার। অথচ তেমন কোনো ষড়যন্ত্রের ঘটনাই ছিল না এটা। কিন্তু তাদের ভাব দেখে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের জন্য একটি বিরাট সাফল্য বয়ে এনেছেন তারা!’ তবে সিনেট ইন্টেলিজেন্স কমিটির সিনিয়র ডেমোক্রেট নেতা ও সিনেটর মাকর্ ওয়ানার্র মুলারের কাজের প্রশাংসা করেছেন। এই কমিটি আলাদাভাবে এই ঘটনার তদন্ত করছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও তার মিত্রদের অব্যাহত বিভিন্ন ধরনের আক্রমণ সত্তে¡ও স্পেশাল কাউন্সেল রবাটর্ মুলার ও তার দল আরও একবার প্রমাণ করেছেন, তারা আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে ২০১৬ সালের নিবার্চনকালে ট্রাম্পের প্রচারণাকারীদের সঙ্গে রাশিয়ার যোগসাজশের ঘটনাটি তদন্ত করেছেন।’ এরআগে গত শুক্রবার মাকির্ন টেলিভিশন চ্যানেল ‘সিএনএন’-এ প্রচারিত এক সাক্ষাৎকারে প্যাপাডোপোলাস বলেন, ‘ট্রাম্প আমাকে এক প্রকার সম্মতি দিয়েছিলেন। তবে তিনি আবার রাশিয়ার নেতার সঙ্গে বৈঠকের পরিকল্পনার বিষয়ে কোনো প্রতিশ্রæতিও দেননি।’ কিন্তু তিনি বলেন, তৎকালীন সিনেটর ও বতর্মানে অ্যাটনির্ জেনারেল জেফ সেশন্স প্রকৃত অথের্ই এটা নিয়ে উৎসাহী ছিলেন। গত নভেম্বরে কংগ্রেসকে দেয়া সাক্ষ্যে সেশন বলেছেন, পাপাডোপুলোসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।