যুক্তরাজ্যের সঙ্গে সম্পকর্ নিয়ে চীনের হুশিয়ারি

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বিরোধপূণর্ দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে যুক্তরাজ্য উসকানি দিচ্ছে এবং সম্পকর্ ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি নিচ্ছে বলে চীন সতকর্ করেছে। সংবাদসূত্র : রয়টাসর্ যুক্তরাজ্য পরিস্থিতি ঠিক করার উদ্যোগ না নিলে চীনের সঙ্গে সম্পকর্ ক্ষতিগ্রস্ত হবে এবং ব্রেক্সিট পরবতীর্ মুক্ত বাণিজ্য চুক্তি করার সুযোগ নস্যাৎ হবে বলে হুশিয়ার করেছে দেশটির সরকার পরিচালিত প্রধান পত্রিকা ‘গেøাবাল টাইমস’। যুক্তরাজ্য দীঘির্দন ধরেই চীনের সঙ্গে ব্রেক্সিট পরবতীর্ একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার আশায় আছে। দুই দেশের সম্পকের্ ‘সোনালি অধ্যায়’ নিয়ে তারা আলোচনাও করেছে এবং গত মাসে ওই চুক্তি করার সম্ভাবনা খতিয়ে দেখতে রাজি হয়েছে। চুক্তিটি করতে পারলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকার রাজনৈতিকভাবে লাভবান হবে। এরই মধ্যে ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস আলবিয়ন’ গত মাসে বিরোধপূণর্ দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছ দিয়ে টহল দেয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘যুক্তরাজ্য ভুল কাজ করেছে। যুক্তরাজ্য ‘উসকানি’ দিয়েছে দাবি করে চীন জানায়, তারা এর বিরুদ্ধে শক্ত অভিযোগ দায়ের করবে।