যেকোনো সময় আছড়ে পড়বে ‘ফ্লোরেন্স’

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যেকোনো সময় আছড়ে পড়তে পারে শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘ফ্লোরেন্স’। ফলে যুক্তরাষ্ট্রের নথর্ ক্যালোরিনা রাজ্যজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মাকির্ন যুক্তরাষ্ট্রের পূবর্ উপক‚লে এই ঝড় তাÐব চালাতে পারে, এমনই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর। আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে বয়ে আসা এই সামুদ্রিক ঝড় স্থানীয় সময় শনিবার রাতে অথবা রোববার যেকোনো আছড়ে পড়তে পারে। নথর্ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ‘ন্যাশনাল হ্যারিকেন সেন্টার’ জানাচ্ছে বারমুডার কাছে এই ঝড় শক্তি সঞ্চয় করেছে। শুক্রবার এই ঝড় তাÐব চালিয়েছে ব্রিটিশ দ্বীপ টেরিটোরিতে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র উপক‚লে। বইছে ঝড়ো হাওয়া। শুক্রবার পযর্ন্ত ফ্লোরেন্সের সবোর্চ্চ গতি ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার। তবে আঘাত হানার সময় এর গতি থাকবে ২১০ কিলোমিটার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফ্লোরেন্স ঝড়ের দাপট কবে কাটবে, সে সম্পকের্ সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তবে আগামী সপ্তাহের শেষের দিকে কিছুটা শক্তিক্ষয় করে দাপট কমবে ফ্লোরেন্সের। সংবাদসূত্র : পিটিআই