নেপালে ৭ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
নেপালে সাত আরোহী নিয়ে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আরোহীদের অবস্থা সম্পকের্ তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দেশটির সংবাদমাধ্যম ‘কাঠমাÐু পোস্ট’ জানিয়েছে, স্থানীয় সময় শানবার সকাল ৮টা ০৫ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেসরকারি পরিবহন সংস্থার হেলিকপ্টারটি গোরখা জেলার সামাগাউন থেকে কাঠমাÐু যাচ্ছিল। ‘অ্যাল্টিচুড এয়ার প্রাইভেট লিমিটেড’ নামের ওই সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক নিমা নুরু শেরপা জানিয়েছেন, হেলিকপ্টারে ছয়জন যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন জাপানি পযর্টক ও পঁাচজন নেপালি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাঠমাÐু থেকে ৫০ কিলোমিটার দূরে ধাদিং জেলায় সম্ভবত হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। অবশ্য নেভাল সিভিল এভিয়েশন কতৃর্পক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি সাতায়াওয়াতি নামের একটি জায়গায় ঘন জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয়েছে। ওই স্থানটি পঁাচ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত। সংবাদসূত্র : এএনআই