আহেদ তামিমির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আহেদ তামিমি
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কমীর্ আহেদ তামিমির বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইল। প্রতিরোধের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠা তামিমির পাশাপাশি তার পরিবারের বিরুদ্ধেও ওই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। শুক্রবার তার বাবা বাসিম আল-তামিমি বলেছেন, তারা জডার্ন হয়ে ইউরোপ সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ফিলিস্তিনি কতৃর্পক্ষ তাদের ইসরাইলি নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। আহেদ তামিমি ইসরাইলি এক সেনা সদস্যকে চড় মেরেছিলেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ইসরাইলের সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনীতিবিদদেরও ক্ষুব্ধ করে তোলে। তাকে এমন কি গুলি করে মেরে ফেলার দাবিও উঠেছিল ইসরাইলে। গত ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার বয়স ছিল ১৭ বছর। আট মাস কারাভোগের পর গত ২৯ জুলাই ছাড়া পান তিনি। ইউরোপে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও ইসরাইলি জেলে তামিমির কারাভোগের বিষয়টি নিয়ে আলোচনার জন্য নিধাির্রত কিছু অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল তামিমির। কিন্তু ইসরাইল তাদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করে কোনো কিছু বলেনি তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় প্রমাণ হচ্ছে, আহেদ তামিমি যেন ছোট কারাগার থেকে মুক্তি পেয়ে বড় কাগারে ঢুকেছেন। সংবাদসূত্র : প্রেস টিভি