বসরার বিক্ষোভে এবার পুড়ল ইরানি কনস্যুলেটও

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মৌলিক সেবার ঘাটতি ও দুনীির্তর বিরুদ্ধে চলা বিক্ষোভের আগুন থেকে রেহাই পেল না ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরার ইরানি কনস্যুলেট ভবনও। শিয়া মুসলমান অধ্যুষিত ইরাকের দ্বিতীয় বৃহত্তম এ শহরটিতে বিক্ষোভকারীরা ইরানি পতাকায় আগুন ধরিয়ে দেয়ার পাশাপাশি রাজনীতিতে তেহরানের প্রভাব বিস্তারের প্রতিবাদে ¯েøাগানও দেয়। সংবাদসূত্র : বিবিসি পঁাচ দিন ধরে চলা এ বিক্ষোভ থামাতে শুক্রবার রাত ৯টা থেকে কতৃর্পক্ষ সান্ধ্য আইন জারি করেছে। এদিনের বিক্ষোভেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘষের্ অন্তত এক বিক্ষোভকারী নিহত ও ১১ জন আহত হয়েছে। গত সপ্তাহের সোমবার থেকে শুরু হওয়া এ বিক্ষোভে এখন পযর্ন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে। শিয়া অধ্যুষিত বসরার দক্ষিণাঞ্চলের বাসিন্দারা ভেঙে পড়া অবকাঠামো, তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকা ও দুনীির্তর বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন। সাদ্দাম হোসেনের পতনের পর থেকে ইরাকের শিয়াদের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভকারীরা ইরানের কনস্যুলেট ভবনকে বাগদাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি ভবনের মতোই মনে করে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা পযের্বক্ষকদের। এদিকে, কনস্যুলেট ভবন জ্বালিয়ে দেয়ার ‘আগ্রাসী’ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান।